কলকাতা – ২১শে জুলাই শহিদ দিবস উপলক্ষে ধর্মতলায় আয়োজিত তৃণমূল কংগ্রেসের সমাবেশ ঘিরে জনসমুদ্রে পরিণত হয় শহরের বুকে ঐতিহাসিক চত্বর। সকাল থেকেই হাওড়া, শিয়ালদহ-সহ শহরের নানা প্রান্ত থেকে দলীয় কর্মী-সমর্থকরা মিছিল করে সভাস্থলের দিকে এগিয়ে আসেন।
কলকাতা হাইকোর্টের শর্ত মেনে সকাল ৬টা থেকে মিছিল শুরু হয় এবং ৭টার মধ্যেই কয়েক হাজার মানুষ ধর্মতলায় পৌঁছে যান। অনেকেই আগেভাগে জায়গা দখলের উদ্দেশ্যে রবিবার রাতেই ধর্মতলায় হাজির হয়েছিলেন। মূল মঞ্চের সামনে জায়গা পাওয়ার জন্য ছিল উৎসাহী ভিড়। এই বিপুল জমায়েত তৃণমূল নেতৃত্বের কাছে স্বস্তির কারণ হয়ে উঠেছে।
হাইকোর্টের নির্দেশ মেনে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত মিছিল বন্ধ রাখা হয়। সমাবেশ ঘিরে যানজট নিয়ন্ত্রণে রাখতে কলকাতা পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়। চিত্তরঞ্জন অ্যাভিনিউ, এসএন ব্যানার্জি রোড, ব্র্যাবোর্ন রোড, চৌরঙ্গি রোড-সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ কর্মী। পদস্থ আধিকারিকরাও পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠে নামেন।
মিছিল একপাশ দিয়ে চললেও অন্যপাশে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়। যদিও কর্মদিবসের তুলনায় গণপরিবহণের সংখ্যা কিছুটা কম দেখা গেছে।
