কলকাতা -ধর্মতলায় শহীদ দিবসের সভায় যোগ দিতে আজ সকাল থেকেই ভিড় উপচে পড়ে তৃণমূল কর্মী-সমর্থকদের। রাজ্যের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার কর্মী-সমর্থক ট্রেনে, বাসে ও গাড়িতে চেপে আসতে থাকেন। ফলে হাওড়া ব্রিজ, ফেরিঘাট, হাওড়া স্টেশন এবং দ্বিতীয় হুগলী সেতুতে দেখা যায় প্রবল যানজট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি এমন হয় যে বহু গাড়িকে দ্বিতীয় হুগলী সেতুর মুখ থেকেই ফিরিয়ে দিতে হয়। এতে হতাশ হন বহু কর্মী-সমর্থক।
বিভিন্ন জেলা থেকে আগত তৃণমূল কর্মীদের বাস রাখা হয় সাঁতরাগাছি বাস টার্মিনালে। সেখানে দুপুরের খাবারের ব্যবস্থাও নিজেরাই করেন অনেকে। কিন্তু, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর এই দিনে এক ভিন্ন চিত্র ধরা পড়ে সেই টার্মিনাল চত্বরে।
দেখা যায়, একাংশ তৃণমূল কর্মী-সমর্থক উৎসবের মেজাজে বসে মদের আসর জমান। কেউ গাড়ি পার্ক করে পাশে বসে, কেউ বা প্রকাশ্যেই মদ্যপান করছেন—দৃশ্য দেখে মনেই হয় না তাঁরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন। আমাদের ক্যামেরা দেখেই কেউ কেউ মুখ লুকিয়ে সরে পড়েন, আবার কেউ এতটাই নেশাগ্রস্ত যে ক্যামেরার সামনে কথাও বলতে পারেননি।
এই ধরনের আচরণ শহীদ দিবসের তাৎপর্যকেই কোথাও প্রশ্নের মুখে দাঁড় করায় বলে মত রাজনৈতিক মহলের একাংশের।
