শাড়ির মায়ায় বাঁধা জয়া আহসান: এক ‘খারাপ অভ্যাস’-এর স্বীকারোক্তি

শাড়ির মায়ায় বাঁধা জয়া আহসান: এক ‘খারাপ অভ্যাস’-এর স্বীকারোক্তি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিনোদন – দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান শুধু তাঁর অভিনয়ের দক্ষতার জন্যই নন, বরং স্টাইল ও ব্যক্তিত্বের জন্যও বিশেষভাবে সমাদৃত। ঢাকাই পর্দা থেকে শুরু করে টলিউড এবং বলিউড পর্যন্ত জয়ার যাত্রাপথ রঙিন ও সমৃদ্ধ। বয়স যেন তাঁর কাছে শুধুই একটা সংখ্যা। নিজেকে ফিট ও প্রাণবন্ত রাখার ক্ষেত্রে জয়ার আন্তরিকতা অনুকরণীয়। অভিনয়ের ব্যস্ততার মাঝেও নিজস্বতাকে ধরে রেখেছেন তিনি।

তবে এত গুণের অধিকারী এই অভিনেত্রীরও রয়েছে একটি ‘খারাপ অভ্যাস’। এক সাক্ষাৎকারে সে কথা অকপটে স্বীকার করেছেন জয়া। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,
‘আমার তো খুব খারাপ অভ্যাস। আমার আলমারির একদিকে শুধুই সারি সারি শাড়ি। আমি ফেলতে পারি না কিছু।’
তিনি আরও বলেন, ‘আসলে তো উচিত, যদি নতুন কিছু আলমারিতে ঢোকাও তাহলে পুরনোটা দিয়ে দেওয়া উচিত যাদের প্রয়োজন। কিন্তু আমার তো এত মায়া লাগে সবকিছু ফেলতে—শাড়ির ভাঁজ, পুরনো গন্ধ—আমি তো সেই পুরনো স্মৃতিতে চলে যাই।’

জয়ার এই কথাতেই বোঝা যায়, শাড়ির প্রতি তাঁর ভালোবাসা কতটা গভীর। তাঁর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাবে বিভিন্ন ঢাকাই ও জামদানি শাড়িতে তোলা বহু ছবি।

এদিকে চলতি বছরে ওয়েবসিরিজ ‘জিম্মি’-তে অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয় জয় করেছেন জয়া। বর্তমানে তিনি কলকাতায় আছেন তাঁর নতুন সিনেমা ‘ডিয়ার মা’-র প্রচারে। পাশাপাশি চলছে ‘অর্ধাঙ্গিনী’ ছবির শ্যুটিংও।

জুলাই মাসের ১ তারিখ ছিল জয়ার জন্মদিন। এই প্রথমবার কলকাতায় জন্মদিন উদযাপন করলেন তিনি। জন্মদিনেও কাজ থেকে বিরতি না নিয়ে ‘অর্ধাঙ্গিনী’ ছবির সেটেই কেক কেটে দিনটি উদযাপন করেন। পাশাপাশি তাঁর ‘ডিয়ার মা’ টিম দক্ষিণ কলকাতার এক রেস্তরাঁয় আয়োজন করেছিল এক প্রাক-জন্মদিনের অনুষ্ঠানের। সেখানে চকোলেট কেক কাটেন জয়া।

সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো—এই প্রথমবার জন্মদিন উপলক্ষে পায়েস খেয়েছেন জয়া আহসান। কারণ, বাংলাদেশে জন্মদিনে পায়েস খাওয়ার প্রথা নেই। তাই এবার জন্মদিনের অনুভব ছিল একেবারেই অন্যরকম।

জয়ার এই খোলা মনে শেয়ার করা ছোট্ট ‘খারাপ অভ্যাস’ যেন তাঁকে আরও কাছের মানুষ করে তোলে। আর তাঁর শাড়ির প্রতি এই ভালোবাসা হয়তো অনেক ভক্তরই মনের কথা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top