বিনোদন – টলিপাড়ার জনপ্রিয় জুটি সৌরভ দাস ও দর্শনা বণিকের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। ২০২৩ সালের ১৫ ডিসেম্বর রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। বিয়ের এখনও দু’বছর পূর্ণ হয়নি, তবে ইতিমধ্যেই তাঁরা টলিউডের অন্যতম পাওয়ার কাপল হিসেবে পরিচিতি পেয়েছেন। বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে উপস্থিতি এবং পরস্পরের প্রতি ভালোবাসা প্রমাণ করে যে তাঁদের সম্পর্ক বেশ দৃঢ়। সম্প্রতি এক পডকাস্টে এসে সৌরভ দাস জানালেন, কীভাবে স্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন এত গভীর ও সুন্দর।
সৌরভের কথায়, দর্শনার মধ্যে থাকা চঞ্চল, শিশুসুলভ স্বভাবটাই তাঁর সবচেয়ে প্রিয়। তিনি বলেন, “দর্শনা যখনই নতুন বা সুন্দর জামা পরে, আয়নার সামনে দাঁড়িয়ে নাচ করবেই। এই ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করাই আমাদের সম্পর্ককে এত প্রাণবন্ত করে তোলে।” এছাড়াও তিনি জানিয়েছেন, শাড়ি পরার সময় দর্শনার সেফটিপিন যত্নসহকারে লাগিয়ে দেওয়া এবং তাঁর প্রতিটি প্রয়োজনের দিকে নজর রাখা সৌরভের কাছে সম্পর্কের অন্যতম রসায়ন।
অভিনেতা আরও জানান, দর্শনা যেহেতু তাঁর বাবার কাছে সযত্নে মানুষ হয়েছেন, সেই একই যত্ন ও ভালোবাসা দেওয়ার চেষ্টা করেন তিনি। এমনকি দর্শনার বাবার বাড়িতে কী ধরনের খাবার খাওয়া হতো, সেটাও ফোন করে জেনে রাখেন সৌরভ। তাঁর মতে, এই ছোটখাটো বিষয়গুলির প্রতি যত্নশীল থাকাই সম্পর্ককে মজবুত করে।
অন্যদিকে, স্ত্রী দর্শনাও সৌরভের প্রশংসায় পঞ্চমুখ। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, “বিয়ের আগে কখনও একসঙ্গে থাকিনি। কিন্তু বিয়ের পর বুঝলাম সৌরভ খুবই সহজ-সরল এবং ঝুটঝামেলাহীন মানুষ। ওকে শুধু ভাত-পেঁয়াজ দিলেও খেয়ে নেবে, আবার মাংস-ভাত দিলেও খেয়ে নেবে। এমনকি মাটিতে বসে খেতে হলেও কোনও আপত্তি নেই। ও খুবই বোঝে সুবিধা-অসুবিধা।”
দু’জনের পারস্পরিক বোঝাপড়া, যত্ন এবং একে অপরের পরিবারের সঙ্গে মানিয়ে নেওয়ার মানসিকতাই তাঁদের সম্পর্ককে বিশেষ করে তুলেছে। সৌরভ এবং দর্শনা পেশাগত জীবনের ব্যস্ততার মাঝেও চুটিয়ে সংসার করছেন, যা টলিউডের অন্যতম সুখী দম্পতির উদাহরণ হয়ে উঠেছে।
