শাড়ি পরে চলন্ত সিঁড়িতে উঠতে ভয়, তরুণের কোলে ঝাঁপ তরুণীর — ভাইরাল ভিডিয়োতে হইচই নেটদুনিয়ায়

শাড়ি পরে চলন্ত সিঁড়িতে উঠতে ভয়, তরুণের কোলে ঝাঁপ তরুণীর — ভাইরাল ভিডিয়োতে হইচই নেটদুনিয়ায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



ভাইরাল – সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে এক মজার অথচ বিপজ্জনক মুহূর্তের ভিডিয়ো। দেখা গিয়েছে, এক তরুণী চলন্ত সিঁড়ির সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু সাহস করে প্রথম ধাপে পা রাখতে পারছেন না। শাড়ি পরে চলন্ত সিঁড়িতে ওঠার ভয়েই তিনি দ্বিধায় ছিলেন। সেই সময় এক তরুণ এগিয়ে এসে সাহায্যের হাত বাড়াতেই ঘটে বিপত্তি। তরুণকে সামনে দেখে হঠাৎই ভয় পেয়ে যান তরুণী, আর দুই পা তুলে সরাসরি লাফিয়ে পড়েন তরুণের কোলে! ভারসাম্য রাখতে না পেরে তরুণীকে নিয়ে পড়ে যান তিনিও চলন্ত সিঁড়ির ওপর।

এই মজার কিন্তু চমকে দেওয়া ঘটনাটি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ‘এমডি জ়়েয়াউল্লাহ্’ নামে এক ব্যবহারকারীর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট হওয়ার পরই তা মুহূর্তে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, পড়ে যাওয়ার পরও তরুণ নিজেকে সামলে নিয়ে তরুণীকে আবার দাঁড় করিয়ে দেন চলন্ত সিঁড়িতে। যদিও কোথায় বা কবে এই ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

ভিডিয়োটি দেখে অনেকেই চিন্তা প্রকাশ করেছেন দুই তরুণ-তরুণীর নিরাপত্তা নিয়ে। এক নেটাগরিকের মন্তব্য, “দু’জনেই অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে গিয়েছেন।” তবে অনেকেই আবার সন্দেহ প্রকাশ করেছেন ভিডিয়োটির সত্যতা নিয়ে। নেটপাড়ার একাংশের ধারণা, এটি হয়তো রিল তৈরির উদ্দেশ্যে সাজানো দৃশ্য। এক মন্তব্যে লেখা হয়েছে, “রিল বানানোর নেশায় আজকাল অনেকেই নিজের প্রাণ নিয়ে খেলা করছেন।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top