শান্তিনিকেতনের পৌষ উৎসবের খন্ডচিত্র এবার দেখা যাবে বালুরঘাটে। শান্তিনিকেতনের সোনাঝুড়ি হাটের আদলে এবার বালুরঘাটে শুরু হতে চলেছে পৌষ উৎসব। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের সংকেত ক্লাবের উদ্যোগে শুরু হতে চলা বালুরঘাট শহরে শান্তিনিকেতনের সোনাঝুড়িহাট ও পিঠা-পুলি উৎসব ঘিরে শহরবাসীদের মধ্যে উৎসাহ যেন ক্রমশ বাড়ছে।
সংকেত ক্লাব সূত্রে জানা গেছে আগামী ইংরাজি নববর্ষের ৬-ই জানুয়ারি তারিখ থেকে ১৬-ই জানুয়ারি তারিখ অবধি বালুরঘাটের সংকেত ক্লাব প্রাঙ্গণে এবং ক্লাব সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হবে এই উৎসব। সংকেত ক্লাব সূত্রে এও খবর শুরু হতে চলা তাদের এই পৌষ উৎসবের সোনাঝুড়ি হাটে শান্তিনিকেতনের ২০-২৫টি স্টল বসবে।
আরও পড়ুন – মরক্কোকে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় ক্রোয়েশিয়া
শুধু তাই নয় সোনাঝুড়ি হাটের আদলে শান্তিনিকেতন থেকে আগত বাউল শিল্পীরা বিনা শব্দ যন্ত্রে খোলা আকাশের নীচে গাছ তলায় বসে নিজ কন্ঠে বাউল-লোকগান-রবীন্দ্র সঙ্গীত গাইবে, বাজবে দো-তারা, বাজবে এক তারা। পাশাপাশি সংকেত ক্লাবের এই পৌষ উৎসব প্রাঙ্গণে মিলবে পাটি সাপটা, তেল পিঠা, দুধ পুলি-র মত নানাবিধ পিঠাও, মিলবে জয় নগরের মোয়া ও বগুড়া-র দই। সব মিলিয়ে পৌষে শান্তিনিকেতনের সোনাঝুড়ি হাটের আদলে সেজে উঠতে চলেছে বালুরঘাটের সংকেত ক্লাবের প্রাঙ্গণ।
সংকেত ক্লাবের সম্পাদক নিলাভ্র ভাদুড়ী-র দাবী দক্ষিণ দিনাজপুর জেলায় শান্তিনিকেতনের আদলে পৌষ উৎসবের আয়োজনের উদ্যোগ গ্রহণ জেলায় প্রথম। তার বক্তব্য দক্ষিণ দিনাজপুর জেলার অনেক মানুষের ইচ্ছে থাকলেও হয়ত বিভিন্ন কারনে তারা শান্তিনিকেতনের পৌষ উৎসবে সামিল হতে পারেন না, যে কারনে জেলাবাসীরাও যাতে শান্তিনিকেতন পৌষ উৎসবে সামিল হতে পারে সেই ভাবনা থেকে তারা শান্তিনিকেতনের সোনাঝুড়িহাট ও পিঠা-পুলি উৎসবের আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছেন।
উল্লেখ্য, শান্তিনিকেতনের পৌষ উৎসবের খন্ডচিত্র এবার দেখা যাবে বালুরঘাটে। শান্তিনিকেতনের সোনাঝুড়ি হাটের আদলে এবার বালুরঘাটে শুরু হতে চলেছে পৌষ উৎসব। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের সংকেত ক্লাবের উদ্যোগে শুরু হতে চলা বালুরঘাট শহরে শান্তিনিকেতনের সোনাঝুড়িহাট ও পিঠা-পুলি উৎসব ঘিরে শহরবাসীদের মধ্যে উৎসাহ যেন ক্রমশ বাড়ছে।