শান্তিনিকেতনের সেবাপল্লীতে প্রখ্যাত চিত্র শিল্পী মুকুল দেড় বাড়িতে মঙ্গলবার রাতে ভয়াবহ চুরির ঘটনা ঘটে l বহু মূল্যবান ক্যামেরা সহ চুরি গেছে কিছু গুরুত্ব পূর্ণ কাগজপত্র ল ঐ বাড়িতে মুকুল দে-র এক আত্মীয় থাকতেন , মঙ্গলবার রাত্রে বাড়িতে কেউ না থাকার সুযোগে এই চুরির ঘটনা ঘটে l শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করে প্রয়াত শিল্পীর নাতি সত্যশ্রী উকিল l শান্তিনিকেতন থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে l