নদিয়া – নদীয়ার শান্তিপুরে পরপর মোটরবাইক চুরির ঘটনায় তন্ময় রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে রানাঘাট আদালতে তোলা হয়েছে। ধৃতের বাড়ি তাহেরপুর থানার বাদকুল্লায়। পুলিশ সূত্রে জানা গেছে, এর আগেও সে একাধিক বাইক চুরির সঙ্গে জড়িত ছিল।
চলতি মাসের শুরুতে শান্তিপুর স্টেশন এলাকার এক মাংস ব্যবসায়ীর মোটরবাইক চুরির ঘটনার তদন্তভার নেন শান্তিপুর থানার এএসআই অপূর্ব শর্মা। মাত্র দুই দিনের মধ্যেই সিসিটিভি ফুটেজ এবং গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে শান্তিপুর হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে তন্ময় রায়কে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্তের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শান্তিপুরের বাগাছড়া এলাকার একটি আমবাগান থেকে চুরি হওয়া বাইকটি উদ্ধার করেছে পুলিশ। যদিও তন্ময় রায় বাইক চুরির কথা স্বীকার করেছে, তবুও সে নিজের দোষ কম দেখানোর চেষ্টা করছে বলে তদন্তকারী পুলিশ অফিসাররা জানিয়েছেন।
