নদিয়া – নদিয়ার শান্তিপুরে ফুল চুরির অপবাদে গৃহবধূ সরস্বতী দের আত্মহত্যার ঘটনায় আরও এক গ্রেফতারের খবর। মঙ্গলবার পুলিশ গ্রেফতার করে মিলন করাতির বউদি কাজল করাতিকে। এর আগেই মিলনের দাদা অসীম করাতিকেও পুলিশ গ্রেফতার করেছিল। ফলে এই ঘটনায় মোট ধৃতের সংখ্যা দাঁড়াল দুই। ঘটনার জেরে সিভিক ভলান্টিয়ার মিলন করাতিকে চাকরি থেকে বহিষ্কার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। সরস্বতীর মৃত্যুকে ঘিরে শান্তিপুরে জনমনে চাঞ্চল্য ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে অপমান ও হেনস্থার শিকার হয়ে আত্মঘাতী হন সরস্বতী। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে আর কারা যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে।
