নদিয়া – নদিয়ার শান্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দু’জনের, আহত আরও পাঁচজন। সোমবার সন্ধ্যায় ১২ নম্বর জাতীয় সড়কের গোবিন্দপুর এলাকায় টোটো ও স্করপিও গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত এবং আহতরা সকলেই একই পরিবারের সদস্য। তাঁরা চপড়ার বাসিন্দা। সোমবার সন্ধ্যায় শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন এক আত্মীয়কে দেখতে গিয়েছিলেন। ফেরার পথে টোটোতে চেপেই দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা।
স্থানীয় সূত্রে খবর, গোবিন্দপুরের কাছে হঠাৎই স্করপিও গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটিকে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় টোটোটি উলটে যায় এবং ঘটনাস্থলেই হাহাকার পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে শান্তিপুর হাসপাতাল এবং রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় রানাঘাট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু’জন মহিলা মারা যান।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, গাড়ির অতিরিক্ত গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে চপড়ার পরিবারটিতে। গোটা ঘটনাটি তদন্ত করে দেখছে রানাঘাট থানার পুলিশ।




















