শান্তিপুরে ভাগীরথীর পাড় ভাঙন? ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছালেন এসডিও, বিধায়ক–‘ভাঙন নয়, জলের তোড়ে সরে গেছে বালির বস্তা’, দাবি প্রশাসনের

শান্তিপুরে ভাগীরথীর পাড় ভাঙন? ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছালেন এসডিও, বিধায়ক–‘ভাঙন নয়, জলের তোড়ে সরে গেছে বালির বস্তা’, দাবি প্রশাসনের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নদিয়া – নদীয়ার শান্তিপুর ব্লকের হরিপুর অঞ্চলের নতুনগ্রামে ভাগীরথীর তীরবর্তী পার বাঁধানোর কাজ চলাকালীনই ধসে পড়ে কালো বস্তা ও মাটি। খবর সামনে আসতেই প্রশাসনিক তৎপরতায় নেমে পড়ে জেলা প্রশাসন ও ইরিগেশন দপ্তর। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই শুরু হয় ক্ষতিগ্রস্ত এলাকায় মেরামতের কাজ।

আজ ঘটনাস্থলে পৌঁছান রানাঘাট মহকুমা শাসক ভরত সিং, শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ এবং শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। তাঁদের সঙ্গে ছিলেন ইরিগেশন দপ্তরের ইঞ্জিনিয়াররাও। ক্ষতিগ্রস্ত স্থান ঘুরে দেখেন তাঁরা এবং দ্রুত সংস্কার শুরু করার নির্দেশ দেন।

তবে এই ঘটনার প্রেক্ষিতে প্রশাসনের দাবি, এটি কোনও নদী ভাঙন নয়। বরং জলের তীব্র তোড়ে অস্থায়ীভাবে ফেলে রাখা বালির বস্তা সরে গিয়েছে। একই দাবি করেন বিধায়ক ও মহকুমা শাসকও।

স্থানীয়দের একাংশ যদিও উদ্বিগ্ন। তাঁদের আশঙ্কা, পূর্ণ বর্ষার সময় পার বাঁধনোর কাজ অসম্পূর্ণ থাকলে বড় বিপদের আশঙ্কা থেকে যায়। তবে প্রশাসনের তরফে আশ্বস্ত করা হয়েছে, দ্রুততার সঙ্গে কাজ সম্পূর্ণ করা হবে এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য, তবে প্রশাসনের সক্রিয়তায় আপাতত স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন বাসিন্দারা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top