শান্তির বার্তা দিতে হরিশ্চন্দ্রপুরে বিশ্ব নবীর জন্ম দিবস পালিত

শান্তির বার্তা দিতে হরিশ্চন্দ্রপুরে বিশ্ব নবীর জন্ম দিবস পালিত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

শান্তির বার্তা দিতে হরিশ্চন্দ্রপুরে বিশ্ব নবীর জন্ম দিবস পালিত। গোটা দেশের পাশাপাশি মালদা জেলার হরিশ্চন্দ্রপুরেও রবিবার সাড়ম্বরে পালিত হল বিশ্ব নবীর জন্ম দিবস। এদিন হরিশ্চন্দ্রপুর এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বিশ্ব নবীর জন্ম দিবস উপলক্ষে জুলুস বের করেন। এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ জমায়েত হয় ভবানীপুর ব্রিজ মোড়ে।

 

সেখান থেকে ভুটভুটি, টোটো ও বাইকে করে বিশ্ব নবীর জীবনাদর্শ কেন্দ্রিক পথপরিক্রমায় প্রায় দশ হাজার লোক অংশগ্রহণ করেন বলে জানা যায়। জুলুস দেখার জন্য রাস্তার দুইধারে হাজার হাজার মানুষ ভীড় করেন। জুলুসের মধ্যে যাতে কোন অশান্তির পরিবেশ সৃষ্টি না হয় সেই কারণে মোড়ে মোড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় হরিশ্চন্দ্রপুর থানার পক্ষ থেকে।পাশাপাশি ভবানীপুর ইক্করা জামে মসজিদ প্রাঙ্গণে জাশনে ঈদ মিলাদুন নবী পালন করা হয়।

আরও পড়ুন – খেলার মাধ্যমে প্রয়াত খেলোয়াড়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি

মিছিলটিকে স্বাগত জানাতে গ্রামগঞ্জের মুসলিম পাড়া গুলিতে ছিল সাজো সাজো রব। কোথাও ফল, কোথাও পানীয় জল ও কোথাও পোলাও বিতরণ করা হয়। ইসলামীক ইতিহাস থেকে জানা যায়, আজকের দিনে ইসলাম ধর্মের প্রবর্তক বিশ্ব নবী হজরত মুহাম্মাদ (সাঃ) জন্ম গ্রহণ করেন, তাই দিনটিকে ইসলাম ধর্মের মানুষেরা দোওয়া ও ফাতেয়ার মাধ্যমে পালন করে থাকে।

 

এদিন জুলুস কমিটির সম্পাদক মৌলানা মহম্মদ নাজিমুদ্দিন রেজবী জানান, প্রতি বছরের ন্যায় এবারও নবী সাহেবের জন্ম দিবসে নানান কর্মসূচী পালন করা হয়। শান্তির বার্তা নিয়ে একটি মিছিল বের করা হয়। এদিনের মিছিলে প্রায় ৩৬টি গ্ৰামের ১০ হাজার হাজার মানুষ অংশ নেয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top