গঙ্গাসাগরে কুমির শাবক উদ্ধার । গঙ্গাসাগরে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল কুমির শাবক। খবর পেয়ে বনকর্মীরা কুমির শাবকটিকে উদ্ধার করেন। ঘটে দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের গঙ্গাসাগরের বেগুয়াখালি এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে বেগুয়াখালির হুগলি নদীর ধারে একটি কুমিরের শাবকটিকে দেখতে পায় এক মৎস্যজীবী মাছ ধরার সময়।সে দেখতে পায় নদীর পাড়ে কুমির শাবকটি হেঁটে হেঁটে উপরের দিকে উঠছে।
আর এই খবর ছড়িয়ে পড়তে কুমিরের বাচ্চা টিকে দেখতে ভিড় জমে যায় আশেপাশের লোকজনের।এ দিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বকখালি রেঞ্জের বনকর্মী এবং গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ বাহিনী।তারা কুমিরের বাচ্চা টি উদ্ধার করে বকখালি রেঞ্জের ফরেস্ট ক্যাম্পে নিয়ে।সেখানে চিকিৎসকরা তাকে পরীক্ষা নিরীক্ষা করে।বর্তমানে কুমিরের বাচ্চা টা সুস্থ আছে।বন দফতর ও কোষ্টাল পুলিশ জানান একটি বাচ্চা কুমির হুগলি নদী থেকে ডাঙ্গায় উঠে পড়ে।খবর পেয়ে কুমির বাচ্চা টিকে উদ্ধার করা হয়।বর্তমানে কুমির বাচ্চাটি সুস্থ আছে।
উল্লেখ্য, গঙ্গাসাগরে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল কুমির শাবক। খবর পেয়ে বনকর্মীরা কুমির শাবকটিকে উদ্ধার করেন। ঘটে দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের গঙ্গাসাগরের বেগুয়াখালি এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে বেগুয়াখালির হুগলি নদীর ধারে একটি কুমিরের শাবকটিকে দেখতে পায় এক মৎস্যজীবী মাছ ধরার সময়।সে দেখতে পায় নদীর পাড়ে কুমির শাবকটি হেঁটে হেঁটে উপরের দিকে উঠছে।আর এই খবর ছড়িয়ে পড়তে কুমিরের বাচ্চা টিকে দেখতে ভিড় জমে যায় আশেপাশের লোকজনের।
আরও পড়ুন বসিরহাটের ইছামতি পাড়ে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা
এ দিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বকখালি রেঞ্জের বনকর্মী এবং গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ বাহিনী।তারা কুমিরের বাচ্চা টি উদ্ধার করে বকখালি রেঞ্জের ফরেস্ট ক্যাম্পে নিয়ে।সেখানে চিকিৎসকরা তাকে পরীক্ষা নিরীক্ষা করে।বর্তমানে কুমিরের বাচ্চা টা সুস্থ আছে।বন দফতর ও কোষ্টাল পুলিশ জানান একটি বাচ্চা কুমির হুগলি নদী থেকে ডাঙ্গায় উঠে পড়ে।খবর পেয়ে কুমির বাচ্চা টিকে উদ্ধার করা হয়।বর্তমানে কুমির বাচ্চাটি সুস্থ আছে। শাবক