শামুকতলার সিধু কানু কলেজে পালিত হলো‌ হুল দিবস

শামুকতলার সিধু কানু কলেজে পালিত হলো‌ হুল দিবস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

শামুকতলার সিধু কানু কলেজে পালিত হলো‌ হুল দিবস।  জেলার শামুকতলার সিধু কানু কলেজে বৃহস্পতিবার পালিত হলো‌ হুল দিবস । ইংরেজ আমলে স্থানীয় মহাজন ও দাদন ব্যবসায়ীদের শোষণ ও নিপীড়ন এবং ব্রিটিশদের অত্যাচারের শিকার থেকে মুক্তির লক্ষ্যে দুই সাঁওতাল যুবক সিধু (সিধো) ও কানুর (কানহু ) নেতৃত্বে ১৮৫৫ সালের ৩০ জুন এই আন্দোলনের সূচনা হয়। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বিহারের ভাগলপুর জেলায় সাঁওতাল বিদ্রোহ বা ‘সান্তাল হুল’-এর সূচনা হয়। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে আলিপুরদুয়ার জেলার শামুকতলা সিধু কানু মহাবিদ্যালয়ে প্রতি বছরের ন্যায় এবছরও হুল দিবস পালন করা হয়।

 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা,বিশিষ্ট সমাজসেবী প্রকাশ চিক বড়াইক, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী , জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার, জেডিএ চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা, এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী,ডিপিএস সি চেয়ারম্যান পরিতোষ বর্মন , আলিপুরদুয়ার ২নং ব্লকের বিডিও চিরঞ্জিত সরকার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা ।

আরও পড়ুন – শুভেন্দু অধিকারী কে গ্রেপ্তারের দাবিতে দাঁতনের তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মিছিল

উল্লেখ্য, আলিপুরদুয়ার জেলার শামুকতলার সিধু কানু কলেজে বৃহস্পতিবার পালিত হলো‌ হুল দিবস । ইংরেজ আমলে স্থানীয় মহাজন ও দাদন ব্যবসায়ীদের শোষণ ও নিপীড়ন এবং ব্রিটিশদের অত্যাচারের শিকার থেকে মুক্তির লক্ষ্যে দুই সাঁওতাল যুবক সিধু (সিধো) ও কানুর (কানহু ) নেতৃত্বে ১৮৫৫ সালের ৩০ জুন এই আন্দোলনের সূচনা হয়। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বিহারের ভাগলপুর জেলায় সাঁওতাল বিদ্রোহ বা ‘সান্তাল হুল’-এর সূচনা হয়। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে আলিপুরদুয়ার জেলার শামুকতলা সিধু কানু মহাবিদ্যালয়ে প্রতি বছরের ন্যায় এবছরও হুল দিবস পালন করা হয়।

 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা,বিশিষ্ট সমাজসেবী প্রকাশ চিক বড়াইক, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী , জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার, জেডিএ চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা, এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী,ডিপিএস সি চেয়ারম্যান পরিতোষ বর্মন , আলিপুরদুয়ার ২নং ব্লকের বিডিও চিরঞ্জিত সরকার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top