শারদ উৎসবের প্রাক্কালে কোচিকাঁচাদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন সম্রাট তপাদার। ব্যারাকপুর ২ নম্বর ওয়ার্ডের পুরপিতা সম্রাট তপাদার পেশায় আইনজীবী, নেশায় সমাজসেবী হলেও ব্যারাকপুর শিল্পাঞ্চলে রাজনিতীর আঙিনায় একটি অতি পরিচিত ব্যাক্তিত্ব। রাজনীতির পাশাপাশি সারা বছর ধরেই সম্রাট বাবু যে কোনো উৎসবে নিজেকে সমাজ সেবায় নিয়োজিত করে রাখেন। বৃদ্ধাশ্রমের দুস্থ আবাসিকদের মধ্যে খাবার ও বস্ত্র বিতরন হোক,কিংবা শীতবস্ত্র প্রদানই হোক সবেতেই তার নিজের কর্মকাণ্ডের প্রকাশ ঘটিয়ে থাকেন। স্বাভাবিক ভাবে প্রত্যাশা মত শারদ উৎসবের আবাহে তার সমাজ সেবামুলক কাজেও কোন খামতি নেই।
তাই এলাকার দুস্থ কচিকাঁচারাও যাতে শারদ উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেদিকে নজর রেখেই নিজের ওয়ার্ডে কচিকাঁচাদের মধ্যে উপহার স্বরূপ নতুন বস্ত্র তুলে দিলেন ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সম্রাট তফাদার। এদিন তিনি এলাকার প্রায় ১২৫ জন দুস্থ কচিকাঁচাদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন। বস্ত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুরসভার উপ-পুরপ্রধান সুপ্রভাত ঘোষ। এদিন সমাজসেবী তথা পুরপিতা সম্রাট তপাদার জানান, দুস্থ কোচিকাঁচারাও যাতে শারদ উৎসবে সামিল হয়ে আনন্দ পায়, সেদিকে দৃষ্টি রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ব্যারাকপুর ২ নম্বর ওয়ার্ডের পুরপিতা সম্রাট তপাদার পেশায় আইনজীবী, নেশায় সমাজসেবী হলেও ব্যারাকপুর শিল্পাঞ্চলে রাজনিতীর আঙিনায় একটি অতি পরিচিত ব্যাক্তিত্ব। রাজনীতির পাশাপাশি সারা বছর ধরেই সম্রাট বাবু যে কোনো উৎসবে নিজেকে সমাজ সেবায় নিয়োজিত করে রাখেন। বৃদ্ধাশ্রমের দুস্থ আবাসিকদের মধ্যে খাবার ও বস্ত্র বিতরন হোক,কিংবা শীতবস্ত্র প্রদানই হোক সবেতেই তার নিজের কর্মকাণ্ডের প্রকাশ ঘটিয়ে থাকেন।আরও পড়ুন – স্কুল ড্রেস পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বিদ্যালয় প্রাক্তনী যৌথ মঞ্চের
স্বাভাবিক ভাবে প্রত্যাশা মত শারদ উৎসবের আবাহে তার সমাজ সেবামুলক কাজেও কোন খামতি নেই। তাই এলাকার দুস্থ কচিকাঁচারাও যাতে শারদ উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেদিকে নজর রেখেই নিজের ওয়ার্ডে কচিকাঁচাদের মধ্যে উপহার স্বরূপ নতুন বস্ত্র তুলে দিলেন ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সম্রাট তফাদার। এদিন তিনি এলাকার প্রায় ১২৫ জন দুস্থ কচিকাঁচাদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন। বস্ত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুরসভার উপ-পুরপ্রধান সুপ্রভাত ঘোষ। এদিন সমাজসেবী তথা পুরপিতা সম্রাট তপাদার জানান, দুস্থ কোচিকাঁচারাও যাতে শারদ উৎসবে সামিল হয়ে আনন্দ পায়, সেদিকে দৃষ্টি রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।