শারীরিক অসুস্থতা দেখিয়ে তৃণমূল ব্লক সভাপতির পদত্যাগ

শারীরিক অসুস্থতা দেখিয়ে তৃণমূল ব্লক সভাপতির পদত্যাগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

শারীরিক অসুস্থতা দেখিয়ে তৃণমূল ব্লক সভাপতির পদত্যাগ। বীরভূমের নলহাটি দুই নম্বর ব্লকের তৃণমূল সভাপতি বিভাসচন্দ্র অধিকারী বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করল। তবে দলের একাংশের দাবী, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিভাস বাবু নিজের উন্নতি ছাড়া তিনি দলের জন্য কোন কাজ করেননি। বরাবরই গা বাচিয়ে চলেছেন, যদিও সদ্য প্রাক্তন নলহাটি দুই নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি জানিয়েছেন,

 

এসব বিরোধীদের চক্রান্ত, আমি একপ্রকার অসুস্থ, আমার পক্ষে দৌড়ঝাঁপ করা কার্যত অসম্ভব, তাঁর আরও দাবী, এর পরেও যদি দল বলে লাফিয়ে ঝাঁপিয়ে প্রত্যেকটা গ্রামে আমাকে ভোট করতে হবে তা আমি পারব না। আশা রাখবো এই সহানুভূতিটা নিশ্চয়ই দল দেখাবে। জেলা তৃণমূল সূত্রে খবর, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তৃণমূল নেতৃত্বের কাছে চিঠি দিয়ে পদত্যাগের কথা জানিয়েছেন বিভাসচন্দ্র অধিকারী। তিনি বলেন, আমার হার্টের পাম্পিং পয়এিশ শতাংশ। আমাকে এখনও পর্যন্ত শুয়ে থাকতে হয়।

আরও পড়ুন- পেনশন না পাওয়ার দাবিতে বিক্ষোভ দেখালেন পেনশন প্রাপকরা

আমার জীবনে একটি বড় দূর্ঘটনা ঘটেছিলো, তারপর থেকে আমার দুটি হাত ঠিক ভাবে কাজ করে না। দলের কাজ করতে হলে যতটা সক্ষমতার দরকার ততটা আমার এই মূহুর্তে নেই। তাই আমি আমার শরীরের বর্তমান অবস্থার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য দলের কাছে আবেদন করেছি। বিষয়টি নিয়ে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাএ মলয় মুখোপাধ্যায় বলেন, শুনলাম বিভাস পদত্যাগ করেছেন, তবে আমাদের কাছে অফিসিয়াল পদত্যাগ পএ আসেনি। তার অপারেশন দরকার। শরীর ভাল নয়। এখনও দলেই আছেন। শারীরিক অসুস্থতা

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top