দেশ – ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আচমকাই সোমবার রাতে পদত্যাগ করলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠানো এক চিঠিতে তিনি জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি।
৭৪ বছর বয়সি ধনখড় চিঠিতে লিখেছেন, চিকিৎসকদের পরামর্শ মেনেই তিনি ইস্তফা দিয়েছেন এবং এখন নিজের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে চান। সোমবার সকালেও তিনি রাজ্যসভার অধিবেশন পরিচালনা করেছিলেন, কিন্তু রাতেই হঠাৎ ইস্তফার সিদ্ধান্ত নেন।
চিঠিতে ধনখড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মন্ত্রিসভা এবং সাংসদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, “যে আন্তরিকতা ও আস্থা আমার উপর রাখা হয়েছে, তা আমি সারাজীবন মনে রাখব।”
২০২২ সালের আগস্টে ধনখড় উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে ৩৪৬ ভোটে পরাজিত করে তিনি ওই পদে আসীন হন। তার আগেই তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন।
গত মার্চ মাসে বুকে ব্যথা অনুভব করায় তাকে দিল্লির এইমসে ভর্তি করা হয়। এছাড়াও, সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি অচৈতন্য হয়ে পড়েন। এসব শারীরিক সমস্যা থেকেই ধীরে ধীরে পদত্যাগের সিদ্ধান্তে পৌঁছন তিনি।
