শালবনিতে বিজেপি ছেড়ে তৃণমূলে ৫০০ জনের যোগদান। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের বাঁকিবাঁধ অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে শুক্রবার বিজেপি , সিপিএম এর যৌথ অপপ্রচার , বাংলা কে বঞ্চনার প্রতিবাদে বিশাল প্রতিবাদ মিছিল এবং সভার আয়োজন করা হয়। বাঁকিবাঁধ অঞ্চলের ফার্ম রোড থেকে দক্ষিনশোল পর্যন্ত প্রতিবাদ মিছিলে কয়েকহাজার মানুষ অংশগ্রহণ করেন। পথসভাতে বিজেপি ছেড়ে প্রায় ৫০০ জন বিজেপি কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শালবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নেপাল সিংহ ,মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সন্দীপ সিংহ , অঞ্চল সভাপতি বাসুদেব ভুঁইয়া , যুবনেতা শেখ ইমরান প্রমুখ। ওই সভায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানকারী সকলের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন সভায় উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী সকলের হাতে পতাকা তুলে দেওয়ার পর শালবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নেপাল সিংহ বলেন কেন্দ্রীয় সরকার বাংলার প্রতি বঞ্চনা করছে। 100 দিন প্রকল্পের টাকা দিচ্ছে না ।
যার ফলে ১০০ দিন প্রকল্পে কাজ করে গরিব মানুষ তাদের মজুরি পায়নি। কেন্দ্র সরকার বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে। তাই মানুষ বিজেপি থেকে সরে যাচ্ছে। তাই শুক্রবার বিজেপি ছেড়ে ওই এলাকার প্রায় ৫০০ জন কর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। পঞ্চায়েত নির্বাচন এর দিন যতই এগিয়ে আসছে ততই বিজেপি ছাড়ার হিড়িক শুরু হয়েছে।
আগামী দিনে আরো অনেকে বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ করে ,আর বিজেপি শুধু মানুষকে ভাওতাবাজি দেয়। তাই মানুষ আর বিজেপির পাশে থাকতে চায় না। তিনি ওই সভা থেকে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির তীব্র প্রতিবাদ জানান । সেই সঙ্গে তিনি বলেন পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে প্রতিটি জিনিসের দাম বাড়ছে। সাধারণ মানুষ যার ফলে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।
আরও পড়ুন – কেশপুরে গোষ্ঠী কোন্দল, পরিস্থিতি সামলাতে ময়দানে মানস ভুঁইয়া
অথচ কেন্দ্রীয় সরকার চুপ করে রয়েছে । সেই সঙ্গে তিনি বলেন বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার বাংলাকে বঞ্চনা করা সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের উন্নয়নে কাজ করে চলেছেন। তিনি বলেন আপনারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন, উন্নয়ন নিয়ে আপনাদের ভাবতে হবে না, আপনাদের বাড়িতে উন্নয়ন পৌঁছে দেবেন মুখ্যমন্ত্রী। তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে উৎখাত করে উন্নয়নমুখী পঞ্চায়েত গড়ার জন্য সকলের কাছে তিনি আহ্বান জানান।