শালবনিতে শাল গাছ চুরির ঘটনায় চাঞ্চল্য। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার পর, এবার শালবনি ব্লকের গড়মাল ৮নম্বর অঞ্চলের নোনাশোল গ্রামে শালগাছ চুরি আটকে দিল গ্রামবাসী রা। জানা যায় সোমবার রাতে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে জঙ্গল রাস্তা দিয়ে রাত্রি সাড়ে এগারোটা সময় বাড়ি ফেরার পথে দেখে যে রাস্তার ধারে বেশ কিছু শাল কাঠ পড়ে আছে। জঙ্গলের মাঝে কাঠ পড়ে থাকতে দেখায় ইতস্তত হয়ে পড়ে পথযাত্রী তিনজন । তাঁরা ভাবেন হয়তো জঙ্গলে হাতিতে ভেঙেছে। কিছুক্ষণ রাস্তাতে হতভম্ব হয়ে তারা দাঁড়িয়ে পড়ে।
তাদের গাড়ির লাইট দেখে বেশ কিছু লোক দৌড়ে পালাতে লক্ষ্য করে তারা । তারপর মনস্থির করে সামনের দিকে এগিয়ে গিয়ে দেখেন মেশিন করাত দিয়ে কাটা ,মোটা মোটা শাল গাছ রাস্তার ধারে জোড় করা হয়েছে ।সেইমত অবস্থায় গ্রামে ফিরে গ্রামবাসীদের খবর দিলে ,বেশ কিছু গ্রামবাসী জঙ্গলে গিয়ে তল্লাশি চালায় সেখান থেকে উদ্ধার হয় একটি মোবাইল, ব্যাগ, একটি হাতটানা করাত। জঙ্গলে কাটা পড়া সমস্ত গাছ এক সঙ্গে জড়ো করতে চক্ষু চড়ক গাছ গ্রামবাসীদের । দেখা যায় তিন ট্রাক্টর গাছ তারা নিয়ে যাওয়ার জন্য কেটে ফেলেছিল।
আরও পড়ুন – প্রশাসনের ওপর ভরসা করলে হারাতে হবে সন্তানকে, সিপিএম
মঙ্গলবার সকালে ট্রাকটার নিয়ে গিয়ে কাটা শাল গাছ গুলি গ্রামে নিয়ে আসা হয় । খবর দেওয়া হয় বন দফতর কে। খবর পেয়ে ভাদুতলার রেঞ্জার এসে কাটা শালগাছ গুলি সিজ করে নিয়ে যায় এবং তদন্ত করার জন্য পুলিশ কে খবর দেন । ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে গ্রামবাসীদের পক্ষ থেকে শালগাছ কাটার সাথে যারা জড়িত তাদের কে গ্রেপ্তার করার জন্য পুলিশকে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে। গাছ চুরির