শালবনিতে হাতির হামলায় বৃদ্ধার মৃত্যু। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানার পাথরঘাটা এলাকায় হাতির হামলায় মৃত্যু হয়েছে এক বৃদ্ধার । মৃতার নাম ননীবালা দাস,তার বয়স 72 বছর। স্থানীয় জঙ্গল থেকে ওই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় কয়েকজন জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিল। তারা জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে জঙ্গলের মাঝে ওই বৃদ্ধাকে মৃত অবস্থায় দেখতে পায়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দফতরের কর্মীরা। খবর দেওয়া হয় শালবনি থানার পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুধবার মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। কয়েকদিন ধরে ওই এলাকাএকটি হাতি ঘুরে বেড়াচ্ছে। ওই বৃদ্ধা জঙ্গলে মহুল কুড়োতে গিয়েছিল। সেই সময় হাতির হানায় তার মৃত্যু হয়েছে।
পা দিয়ে পিষে ওই বৃদ্ধাকে হাতি মেরে দিয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান।বন দফতরের পক্ষ থেকে তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে ওই এলাকার বাসিন্দাদের জঙ্গলে যেতে নিষেধ করা হয়েছে।বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ওই হাতিটির গতিবিধির উপর বন দপ্তরের কর্মীরা ও নজরদারি শুরু করেছে। হাতির হামলায় বৃদ্ধার মৃত্যুর ঘটনায় তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আরও পড়ুন – বিএসএফের বাধায় পাট চাষ করতে পারছে না কৃষকরা, অবশেষে দ্বারস্থ হলেন মহকুমা শাসকের
উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানার পাথরঘাটা এলাকায় হাতির হামলায় মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। মৃতার নাম ননীবালা দাস,তার বয়স 72 বছর। স্থানীয় জঙ্গল থেকে ওই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় কয়েকজন জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিল। তারা জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে জঙ্গলের মাঝে ওই বৃদ্ধাকে মৃত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দফতরের কর্মীরা। খবর দেওয়া হয় শালবনি থানার পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুধবার মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। কয়েকদিন ধরে ওই এলাকাএকটি হাতি ঘুরে বেড়াচ্ছে। ওই বৃদ্ধা জঙ্গলে মহুল কুড়োতে গিয়েছিল। সেই সময় হাতির হানায় তার মৃত্যু হয়েছে।