শাসকদলের ‘পর্দাফাঁস’ করতে সিপিএম প্রকাশ করল ‘পাহারায় পাবলিক’-এর প্রথম ভাগ। শাসকদলের ‘পর্দাফাঁস’ করতে সিপিএম প্রকাশ করল ‘পাহারায় পাবলিক’-এর প্রথম ভাগ, শাসকদলের বিরুদ্ধে সমাজকে ‘সচেতন’ করতে ফের নতুন পন্থা নিল সিপিএম। রাজ্যের কোন নেতা অল্প দিনের মধ্যেই রাজবাড়ী হাঁকিয়েছে? কোন নেতা ‘দূর্নীতি’র সাথে যুক্ত সেই সব সাধারণ মানুষের সামনে আসতে চলেছে। এমনই দাবি সিপিএমের। এই লক্ষ্যেই আমজনতার কাছ থেকেও তথ্য সংগ্রহে নেমেছে CPM।। যা একত্র করে প্রকাশ হল ‘পাহারায় পাবলিক’-এর প্রথম ভাগ।
সিপিএমের দাবি, রাজ্য জুড়ে বেড়ে চলা দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে, বিশেষ করে শাসক দলের ক্রমবর্ধমান দুর্নীতির যে অভিযোগ উঠছে, তা নিয়ে মানুষকে সচেতন করতেই পাহারায় পাবলিক অ্যাপ কাজ করবে । ইতিমধ্যেই মানুষ এই অ্যাপের মাধ্যমে তাঁদের অভিযোগের কথা জানাতে শুরু করেছেন ।
উল্লেখ্য, রাজ্যের একাধিক মন্ত্রীর আনাগোনা বেড়েছে সিবিআইয়ের দরবারে। সম্প্রতি রামপুরহাটে বগটুইতে আবার ঘটে গিয়েছে নৃশংস গনহত্যা। হাঁসখালির নাবালিকার ধর্ষণ কান্ড। নিহত ভাদু শেখ ও ধৃত আনারুল হোসেন, দু’জনেই তৃণমূল নেতা। তাঁদের বিশাল বাড়ি ও এলাকায় প্রভাব-প্রতিপত্তিতে রাজ্য নৈতিক চাপানউতোর শুরু হয়েছে। আর এই সুযোগেই মাঠে নেমেছে রাজ্যের সিপিএম দল। এখন দেখার পরিস্থিতি কতটা পরিবর্তন হয়।
আরও পড়ুন – লাল চা, ‘গ্রিন টি’-র পর এবার বাঙালির কাপে পড়তে চলেছে নীল চা
উল্লেখ্য, শাসকদলের বিরুদ্ধে সমাজকে ‘সচেতন’ করতে ফের নতুন পন্থা নিল সিপিএম। রাজ্যের কোন নেতা অল্প দিনের মধ্যেই রাজবাড়ী হাঁকিয়েছে? কোন নেতা ‘দূর্নীতি’র সাথে যুক্ত সেই সব সাধারণ মানুষের সামনে আসতে চলেছে। এমনই দাবি সিপিএমের। এই লক্ষ্যেই আমজনতার কাছ থেকেও তথ্য সংগ্রহে নেমেছে CPM।। যা একত্র করে প্রকাশ হল ‘পাহারায় পাবলিক’-এর প্রথম ভাগ।
সিপিএমের দাবি, রাজ্য জুড়ে বেড়ে চলা দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে, বিশেষ করে শাসক দলের ক্রমবর্ধমান দুর্নীতির যে অভিযোগ উঠছে, তা নিয়ে মানুষকে সচেতন করতেই পাহারায় পাবলিক অ্যাপ কাজ করবে । ইতিমধ্যেই মানুষ এই অ্যাপের মাধ্যমে তাঁদের অভিযোগের কথা জানাতে শুরু করেছেন ।
উল্লেখ্য, রাজ্যের একাধিক মন্ত্রীর আনাগোনা বেড়েছে সিবিআইয়ের দরবারে। সম্প্রতি রামপুরহাটে বগটুইতে আবার ঘটে গিয়েছে নৃশংস গনহত্যা। হাঁসখালির নাবালিকার ধর্ষণ কান্ড। নিহত ভাদু শেখ ও ধৃত আনারুল হোসেন, দু’জনেই তৃণমূল নেতা। তাঁদের বিশাল বাড়ি ও এলাকায় প্রভাব-প্রতিপত্তিতে রাজ্য নৈতিক চাপানউতোর শুরু হয়েছে। আর এই সুযোগেই মাঠে নেমেছে রাজ্যের সিপিএম দল। এখন দেখার পরিস্থিতি কতটা পরিবর্তন হয়।