নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা ,৪ঠা আগস্ট :শাসনে খাস মেছো ভেড়ি অবৈধ ভাবে ভরাট করা হচ্ছে শাসক দলের নেতাদের মদতে সেই দাবিতে রাজারহাট বেলেঘাটা রোড অবরোধ করে বিক্ষোভ দেখায খামারগ্রামের বাসিন্দারা ঘটনাস্থলে উত্তেজনা ।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বপ্নের প্রকল্প জল ধরো জল ভরো প্রকল্পকে বুড়ো আঙুল দেখিয়ে শাসক দলের নেতাদের মদতে শাসনের শাসন গ্রাম পঞ্চায়েতের খামার নওবাদ এলাকায় প্রায় চল্লিশ বিঘা খাস মেছো ভেড়ি ভরাট করা হচ্ছে অবৈধ ভাবে সেই মেছো ভেড়ি খামার গ্রামের সাধারণ গরিব মানুষের মধ্যে খাজনার টাকা বণ্টন করা হতো আর সেই ভেড়ি তৃণমূল কংগ্রেসের নেতা দের মদতে অবৈধ ভাবে জলা জমি ভরাট হচ্ছে ।করে
এলাকার সাধারণ মানুষের দাবি হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলাম , বারাসাত দু নম্বর ব্লকের সহ সভাপতি ইফতিকার রহমান ও জেলা পরিষদের সদস্য মতিয়ার রহমান সহ এলাকার শাসক দলের নেতারা এই জলা জমি ভরাটে মদত দিচ্ছে । আজ খামার গ্রাম থেকে প্রায় এক হাজার গরিব গ্রাম বাসী অবৈধ ভাবে জলা জমি ভরাটের কাছে এসে রাজারহাট বেলেঘাটা রোড অবরোধ করে বিক্ষোভ দেখাই ঘটনাস্থল যাই শাসন থানার পুলিশ।
পুলিশ কে ঘিরে ধরে বিক্ষোভ দেখাই খামার গ্রামের বাসিন্দারা তার পর তারা দশটি গাড়িতে করে জলা জমিতে ভরাট করার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাড়িতে দেখা করার জন্য বেরিয়ে যান । শাসক দল জলা জমি ভরাটের অভিযোগ অস্বীকার