শাসক বিরোধী সব রাজনৈতিক নেতৃত্বকে এক করলো হাসপাতাল। বিরোধীদের যোগ্য সম্মান দিয়ে মিষ্টি মুখ করালেন তৃনমূল নেত্রী! রাজনৈতিক সৌজন্যের প্রকৃত নিদর্শন দেখা গেলো ডুয়ার্সে। বর্তমানে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে ডাক পাননা বিরোধীরা অভিযোগ বিরোধীদের। এমনকি ক্লাব সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও সরকার এবং বিরোধী পক্ষের নেতা নেত্রীদের একসাথে একই মঞ্চে বসতে দেখা যায়না। যদি কখনও দুই পক্ষ এক যায়গায় চলে যায় তবে সেই মঞ্চ ছেড়ে কোনও এক পক্ষ বেরিয়ে যায় এমন দৃশ্য প্রায়শই দেখা যায়। কিন্তু এর ব্যাতিক্রম দেখা গেলো ডুয়ার্সের গয়েরকাটায়।
শুক্রবার সকালে বানারহাট পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একটি হাসপাতাল নির্মানের শিলান্যাস অনুষ্ঠানে সিপিএম, বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বকে এক আসনে বসিয়ে মিষ্টিমুখ করাতে দেখা গেল বানারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি তথা আদী তৃণমূল নেত্রী সীমা চৌধুরীকে। জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের গয়েরকাটা এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল একটি উপস্বাস্থ্য কেন্দ্রের। আর এই দাবিকে মান্যতা দিয়ে রাজ্য সরকারের তরফ থেকে সেই উপস্বাস্থ্য কেন্দ্র তৈরির কাজ শুরু করা হলো এদিন।
শুক্রবার দুপুরে বানারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি সীমা চৌধুরীর উপস্থিতিতে এই শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন, বানারহাটের বিডিও প্রহ্লাদ বিশ্বাস, বানারহাট থানার আই.সি. শান্তনু সরকার, মোরাঘাটের রেঞ্জ অফিসার রাজকুমার পাল এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধান বিনোদ ওরাও। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের সাঁকোয়াঝোরা-১ গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সমীর পাল, গয়েরকাটার সিপিআই(এম ) নেতা আশুতোষ দত্ত, সিপিআই নেতা গোপাল মুখার্জি, বিজেপি নেতা কৌশল নন্দী সহ প্রমুখ।
গয়েরকাটার সমাজ পাড়া এলাকায় প্রায় ৩৫ লক্ষ টাকা ব্যয় করে তৈরি করা হচ্ছে এই উপস্বাস্থ্য কেন্দ্র। আগামী দিনে বানারহাট ব্লকের আরো দুটি জায়গায় এই একই রকম উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হবে বলে জানা গিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে সামাজিক সংগঠন প্রত্যেকেই দাবি করেছিলেন এই উপ-স্বাস্থ্য কেন্দ্রের কাজেই আজকের এই শিলান্যাসের দিনে বিভিন্ন স্তরের মানুষেরা উপস্থিত হয়েছিলেন। আগামী তিন মাসের মধ্যে এই উপস্বাস্থ্য কেন্দ্র তৈরির কাজ সম্পন্ন হবে বলে বানারহাট ব্লক প্রশাসন সূত্রে খবর।