আসছে শাহরুখের নতুন সিনেমা, সিনেমাটির নাম কি ?

আসছে শাহরুখের নতুন সিনেমা, সিনেমাটির নাম কি ?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
শাহরুখের

আসছে শাহরুখের নতুন সিনেমা, সিনেমাটির নাম কি ?  তামিল ছবির অন্যতম  পরিচালক অ্যাটলি কুমারের সিনেমার শুটিং  শুরু করেছেন বলিউড তারকা  শাহরুখ খান।  পুনের মেট্রোরেল স্টেশন এলাকায় সিনেমারটির দৃশ্যধারণ  করা হয়েছে বলে জানা গিয়েছে।  শাহরুখ-অ্যাটলির অ্যাকশনধর্মী এই সিনেমার নাম ‘লায়ন’।

 

জানা গিয়েছে,  সিনেমাটির শুটিংয়ের  জন্য দেওয়া একটি চিঠি প্রকাশ করেছে। সেই চিঠিতে জানানো হয়েছে সিনেমাটির  নাম। সেখানে বলা হয়েছে ২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সকাল ৬ টা থেকে রাত ১০ পর্যন্ত পুনের সন্তেরাম নগর মেট্রো স্টেশনে শুটের পরিকল্পনার কথা।

 

আর ও পড়ুন    অবশেষে তৃণমূলে যোগ দিলেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়

 

সংবাদ সুত্রে খবর,  সিনেমাটিতে শাহরুখের শুটে যোগ দেওয়ার খবর আসে ৩ সেপ্টেম্বর। দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’খ্যাত অভিনেত্রী নয়নতারা এই সিনেমায় শাখরুখের বিপরীতে অভিনয় করছেন। এছাড়া অভিনয় করছেন ক্ষিণী তারকা প্রিয়া মণি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভারসহ অনেকেই। শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট অ্যাটলির সিনেমাটি প্রযোজনা করছে। যেখানে শাহরুখ দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। যার দ্বিতীয়টি স্পেশাল গোয়েন্দা টিমের সদস্য।

 

 

View this post on Instagram

 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

 

শোনা যাচ্ছে,  মোট ১৮০ দিনের শুটের পরিকল্পনা আছে সিনেমা সংশ্লিষ্টদের। সিনেমাটির সংগীত পরিচালনা করবেন এ আর রহমান। এরই মধ্যে সিনেমাটির টিজারের কাজ শেষ; খুব দ্রুতই আসবে অফিশিয়াল ঘোষণা।মোট ১৮০ দিনের শুটের পরিকল্পনা আছে সিনেমা সংশ্লিষ্টদের। এ ছাড়াশোনা গিয়েছে, সিনেমাটির সংগীত পরিচালনা করবেন এ আর রহমান।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top