
বিনোদন – শাহরুখ খানের আগামী মুভি ‘কিং’ ঘিরে জল্পনার অন্ত নেই। এখন ছবির শ্যুটিংয়ে ব্যস্ত কিং খান। ছবির পরিচালনায় ভার সিদ্ধার্থ আনন্দের কাঁধে। ‘কিং’ ঘিরে নতুন খবর সামনে এল। এর আগে শোনা যাচ্ছিল, এই ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। শাহরুখের বিপরীতে অভিনয় করবেন দীপিকা। ক্যামিও চরিত্রে দেখা যাবে তাঁকে।স্বল্প সময়ের জন্য পর্দায় আসবেন তিনি। যদিও কিং-এর পরিচালক স্পষ্ট জানিয়ে দিয়েছেন সবটাই গুজব। এক্স হ্যান্ডলে সিদ্ধার্থ লেখেন, ‘মিথ্যা’। ব্যাস, এইটুকুই। আর কিছু লেখেননি তিনি। যদিও মনে করা হচ্ছে ‘কিং’ সিনেমায় দীপিকার অভিনয় না করার কথাই বোঝাতে চেয়েছেন পরিচালক।এদিকে, শোনা যাচ্ছে শাখরুখ খানের কিং-এ দেখা যেতে পারে সোনম বাজওয়াকে। স্বল্প সময়ের জন্য তিনি পর্দায় আসবেন বলে খবরে প্রকাশ। সম্প্রতি বলিউডের একাধিক হাই-প্রোফাইল প্রোজেক্টে দেখা গিয়েছে এই পাঞ্জাবি সুপারস্টারকে।