বিপিন রাওয়াতের দেহ শায়িত মর্গে, আজ শেষ শ্রদ্ধা। বৃহস্পতিবার তামিলনাড়ুর সুলুরে ভারতীয় বায়ুসেনার বিমানঘাঁটি থেকে C-130J বিমানটি বিকেল ৪টায় দিল্লির উদ্দেশে রওনা হয় সিডিএস বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রী মধুলিকা সহ ১১ জনের মৃতদেহ নিয়ে, রাজধানীর পালাম বিমানবন্দরে রাত রাত ৮টা তা পৌঁছায়। চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত-সহ বাকি ১২ জনের মরদেহে শেষশ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শেষশ্রদ্ধা জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানে, নৌসেনা প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার ও বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী। । শ্রদ্ধা নিবেদনের পর সিডিএস বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রীর মৃতদেহ রাজধানীর কামরাজ মর্গে রাখা হয়। আজ সকাল ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত প্রয়াত বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীকে শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষ আসতে পারবে।
এর পর বেলা সাড়ে ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সামরিক অফিসাররা শ্রদ্ধার্ঘ জানবেন। তারপরে দুপুর ২টোয় মরদেহগুলির শেষকৃত্যের জন্য দিল্লির ক্যান্ট ব্রার চকে নিয়ে যাওয়া হবে। আগুন লেগে ভেঙে পরা হেলিকপ্টারের মধ্যে থেকে দেহগুলি উদ্ধারের পর শনাক্ত করতে বেগ পেতে হয়। দেহগুলি দগ্ধ হয়ে যাওয়ার কারণে শনাক্ত করা যাচ্ছিল না।
এখনও পর্যন্ত মাত্র ৩টি দেহ শনাক্ত করা হয়েছে, যার মধ্যে সিডিএস জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত এবং ব্রিগেডিয়ার এলএস লিড্ডারের নাম রয়েছে। বাকি মরদেহ শনাক্ত করার প্রক্রিয়া চলছে। আর্মি বেস হাসপাতালের মর্গে রাখা হবে তাঁদের নশ্বর দেহ। যথাযথ সামরিক সম্মানের সঙ্গে সকল নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়ার পরিকল্পনা করা হচ্ছে। তাঁদের ঘনিষ্ঠ ও পরিবারের সদস্যদের সঙ্গে এবিষয়ে আলোচনা করা হচ্ছে।
উল্লেখ্য, তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার ভেঙে মৃত্যু হয় দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের। দুর্ঘটনায় মৃত্যু হয় জেনারেল রাওয়াতের স্ত্রী মধুলিকারও। কপ্টারের ১৪ জন যাত্রীর মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়। তাঁদেরই একজন চিফ অফ ডিফেন্স স্টাফের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হাবিলদার সৎপাল রাই। তিনি দার্জিলিঙের তাকদার বাসিন্দা। তাঁর মৃত্যুতে পাহাড়ে শোকের ছায়া। ট্যুইট করে শোকপ্রকাশ করেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা।
এই দুর্ঘটনায় বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত ছাড়াও প্রাণ হারান ব্রিগেডিয়ার এলএস লিড্ডা, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, নায়েক গুরসেবক সিং, নায়েক জিতেন্দ্র কুমার, ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্সনায়েক বি সাই তেজা, হাবিলদার সৎপাল রাই। হেলিকপ্টারটি চালাচ্ছিলেন উইং কমান্ডার পৃথ্বী সিংহ চৌহান। গুরুতর জখম হন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ। উন্নত চিকিৎসার জন্য কাল তাঁকে ওয়েলিংটনের সেনা হাসপাতাল থেকে বেঙ্গালুরুর কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে সূত্রের খবর।
আর ও পড়ুন বিরাটকে সরানোর ‘প্রাথমিক’ কারণ জানালেন সৌরভ
উল্লেখ্য, বিপিন রাওয়াতের দেহ শায়িত মর্গে, আজ শেষ শ্রদ্ধা। বৃহস্পতিবার তামিলনাড়ুর সুলুরে ভারতীয় বায়ুসেনার বিমানঘাঁটি থেকে C-130J বিমানটি বিকেল ৪টায় দিল্লির উদ্দেশে রওনা হয় সিডিএস বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রী মধুলিকা সহ ১১ জনের মৃতদেহ নিয়ে, রাজধানীর পালাম বিমানবন্দরে রাত রাত ৮টা তা পৌঁছায়। চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত-সহ বাকি ১২ জনের মরদেহে শেষশ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শেষশ্রদ্ধা জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানে, নৌসেনা প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার ও বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী। । শ্রদ্ধা নিবেদনের পর সিডিএস বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রীর মৃতদেহ রাজধানীর কামরাজ মর্গে রাখা হয়। আজ সকাল ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত প্রয়াত বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীকে শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষ আসতে পারবে।