২৮ জুন, ২০২১ : রবিবার রাতে হঠাৎ ই এলোপাথাড়ি গুলি শিকাগোতে। এখনও পর্যন্ত এই ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জনের। ঠিক কী কারণে এমন নৃশংস ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছে পুলিস। সেই সময় যেভাবে গুলির চলছিল তাতে ৮৩ স্ট্রিটে ট্রাফিক দুর্ঘটনাও ঘটে।এরপরই শিকাগো শহরের একাধিক রাস্তা বন্ধ করেছে পুলিস।

সূত্রের খবর, রবিবার রাত ৮ টা ৪৫ মিনিটে একটি কালো রঙের এস ইউ ভি গাড়ি থেকে আচমকাই গুলি করা শুরু হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান এক মহিলা। গুরুতর আহত হন পাঁচ জন। এই ঘটনার পর পরই ঘটনাস্থলে আসে পুলিস ও দমকল বাহিনী। আটজন ব্যক্তিকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করানো হয়। দমকল কর্মীদের তরফে জানান হয় যে এদের মধ্যে সকলেই প্রাপ্তবয়স্ক, তবে গুরুতর জখম হয়েছেন সকলেই।