শিক্ষকের পেটে লাথি মারা পুলিশ কর্মীর পরিচয় প্রকাশ্য!

শিক্ষকের পেটে লাথি মারা পুলিশ কর্মীর পরিচয় প্রকাশ্য!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কলকাতা – বুধবার কলকাতার কসবায় ডিআই অফিসে বিক্ষোভ দেখাতে গিয়ে আক্রান্ত হন চাকরিহারা শিক্ষকরা । পুলিশ নির্মমভাবে সদ্য চাকরি হারানো শিক্ষকদের লাঠি পেটা করে । যদিও পুলিশ কমিশনার মনোজ ভার্মার দাবি, মৃদু লাঠিচার্জ করা হয়েছে। কিন্তু সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েছে ভিন্ন চিত্র ।সেই ভিডিওতে নিরস্ত্র চাকরিহারাদের উপর এলোপাথাড়ি লাঠিচার্জ করতে দেখা যায় পুলিশকে । তবে সবকিছুকে ছাপিয়ে গেছে এক পুলিশ আধিকারিকের একটি কান্ড । ওই পুলিশ আধিকারিককে একজন চাকরিহারা শিক্ষকের পেটে লাথি মারতে দেখা গেছে । যেকারণে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে । রাজ্য বিজেপির যুবনেতা ও কলকাতা হাইকোর্টের আইনজীবী তরুনজ্যোতি তিওয়ারি শিক্ষককে লাথি মারায় অভিযুক্ত পুলিশকর্মীর নাম প্রকাশ্যে এনেছেন ।তিনি লাথি মারার মুহুর্তের একটি ছবি এক্স-এ পোস্ট করে লিখেছেন,’কলকাতা পুলিশের এসআই রতন দাস  তার বাড়ির লোকজনকে আজকে মুখ দেখাতে পারবেন তো? ছোটবেলা থেকে যে শিক্ষকরা তাকে পড়িয়েছেন তাদেরকে মুখ দেখাতে পারবেন? একজন শিক্ষকের পেটে লাথি মেরেছেন এবং লাথি মারার সময় তার মুখের এক্সপ্রেশন মনে আছে আমাদের । FB প্রোফাইল ডিএক্টিভেট করে লুকিয়ে পড়েছেন।’



তিনি আরও লিখেছেন,’ইনি মানসিকভাবে অসুস্থ,তার এই কীর্তি দেখে তার বাবা-মাও আজকে লজ্জা বোধ করছেন হয়তো। তারাও ভাবছেন হয়তো এই রকম একটা সন্তান হওয়ার থেকে নিঃসন্তান হওয়া ভালো ছিল। ধিক্কার জানাই আপনাকে। আপনি সমাজের লজ্জা। আপনার পাড়ায় আপনার বাড়ির আশেপাশে যারা থাকে তাদেরকে অনুরোধ করব তারা আপনার বাড়ি গিয়ে যেন আপনার দ্রুত সুস্থতার কামনা করে। এর নিয়োগের খবর নিতে হবে। মমতার আমলের নিয়োগ মনে হচ্ছে। চিন্তা করবেন না, পুরোটাই সামনে আনা হবে। ছিঃ।’

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top