শিক্ষক দিবসের অনুষ্ঠানে বর্ধমানের পুরপ্রধানের মন্তব্যে শোরগোল, মিড ডে মিল নিয়ে বিতর্ক

শিক্ষক দিবসের অনুষ্ঠানে বর্ধমানের পুরপ্রধানের মন্তব্যে শোরগোল, মিড ডে মিল নিয়ে বিতর্ক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বর্ধমান – শিক্ষক দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শোরগোল সৃষ্টি করলেন বর্ধমানের পুরপ্রধান পরেশ চন্দ্র সরকার। শুক্রবার বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে সংস্কৃতি লোক মঞ্চে আয়োজিত শিক্ষক দিবসের অনুষ্ঠানে তিনি এক বিতর্কিত মন্তব্য করেন। পুরপ্রধান বলেন, “মিড ডে মিলের চাল চুরি করব, আবার রাস্তায় দাঁড়িয়ে বলব—আমি শিক্ষক, জাতি গড়েছি—এটি একসঙ্গে হয় না।” তাঁর এই বক্তব্যে অনুষ্ঠানের উপস্থিত শিক্ষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

পুরপ্রধান পরেশ চন্দ্র সরকার জানান, শিক্ষকদের পেশা অনেক দায়িত্ব ও বাধ্যবাধকতার সঙ্গে যুক্ত। তিনি বলেন, “আমি যখন পুরপ্রধান হিসেবে স্কুল পরিদর্শন করছিলাম, তখন মিড ডে মিলের চাল সংক্রান্ত বেশ কিছু অভিযোগ সামনে আসে। কিছু শিক্ষক কর্মচারীদের সামনে বিতর্কে জড়াচ্ছিলেন, পরে স্বীকারও করেছেন।” তিনি আরও বলেন, “যিনি করেছেন, তাঁকে সরাসরি বলেছি। চোরকে চোর বলতে আমার এক সেকেণ্ড দ্বিধা হয় না। প্রত্যেকেই সম্মানিত মানুষ, তাই দায়িত্বশীল আচরণ করা জরুরি।”

এই মন্তব্য ঘিরে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকদের মধ্যে মতভেদ তৈরি হয়। অনেকেই পুরপ্রধানের সততাকে সাধুবাদ জানান, আবার কেউ কেউ মন্তব্যের ধরণ নিয়ে প্রশ্ন তোলেন। অন্যদিকে, বিজেপি নেতা দেবজ্যোতি সিংহরায় বলেন, “যে শিক্ষক সমাজ গড়ার কারিগর, যদি মিড ডে মিলের বরাদ্দ চাল বাজারে বিক্রি করেন এবং পরে নিজেকে শিক্ষক বলে দাবি করেন, তা মেনে নেওয়া যায় না। আমি ওনার কথায় একমত।”

পুরপ্রধানের বক্তব্যের ফলে মিড ডে মিল প্রকল্প এবং শিক্ষকদের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সমাজে নৈতিক দায়িত্ব ও দায়িত্বশীল আচরণের প্রয়োজনীয়তা নিয়ে তাঁর মন্তব্য অনেকের মধ্যে সচেতনতা সৃষ্টি করেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top