৫ সেপ্টেম্বর ড. সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন। এইদিনে বিদ্যালয়গুলিতে পালন করা হয় শিক্ষক দিবস। বেলডাঙা চক্রের দেবকুন্ড পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ও যথাযথ মর্যদায় পালন করল শিক্ষক দিবস। অনুষ্ঠানের শুরুতে ড. সর্বপল্লী রাধাকৃষ্ণানের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য দেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। রাধাকৃষ্ণনের উপর বক্তৃতা ও আলোচনা করেন শিক্ষক-শিক্ষিকারা । এছাড়া ছাত্রছাত্রীরা আবৃত্তি এবং আলোচনার মাধ্যমে ড. রাধাকৃষ্ণনকে স্মরণ করে । তারপর দেবকুন্ড পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ‘মানুষ হওয়ার এবং ভালোভাবে পড়াশোনা করার’ শপথ নেয়। অভিনব এই শপথগ্রহণ অনুষ্ঠান ছিল দেখার মতো।
শপথগ্রহণ অনুষ্ঠানের পরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়। বিদ্যালয়ের ছোট ছোট ছেলেমেয়েরা খুব মুন্সিয়ানার সাথে শিক্ষকতা করে। কচিকাঁচারা এই মাস্টারি খুব আনন্দের সাথে উপভোগ করে এবং তারা সানন্দে জানায় বড় হয়ে তারা শিক্ষক হতে চায়।