শিক্ষক দিবসে রাজ্যের শিক্ষকদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শিক্ষক দিবসে রাজ্যের শিক্ষকদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



মুখ্যমন্ত্রী – শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজ্যের সকল শিক্ষক-শিক্ষিকাকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে তাঁকে সশ্রদ্ধ প্রণাম জানান এবং রাজ্যের শিক্ষক, অধ্যাপক ও শিক্ষাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বর্তমান সময়ে বাংলায় শিক্ষকদের নিয়ে নানা টালবাহানা পরিস্থিতি চললেও মুখ্যমন্ত্রী শিক্ষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। শিক্ষক দিবসের আগের দিন, বৃহস্পতিবার, ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি শিক্ষকদের মেধা ও সমাজের প্রতি তাঁদের অসামান্য অবদানের প্রশংসা করেন।

শুক্রবার সামাজিক মাধ্যমে তিনি লেখেন, “আজ শিক্ষক দিবস। প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। তাঁকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। এই পুণ্যদিনে সকল শিক্ষক-শিক্ষিকা, অধ্যাপক-অধ্যাপিকা এবং অশিক্ষক কর্মীবৃন্দকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। নবপ্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করে তোলার মূল কারিগর তাঁরাই।” মুখ্যমন্ত্রী আরও জানান, বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় রাজ্য সরকার শিক্ষক দিবসের অনুষ্ঠান পালন করেছে।

অনুষ্ঠানে সমাজের প্রতি শিক্ষকদের অসামান্য অবদানকে স্বীকৃতি জানাতে রাজ্যের বিভিন্ন স্কুল ও আইটিআই-এর বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকাদের ‘শিক্ষারত্ন’ সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি সেরা স্কুলগুলিকেও পুরস্কৃত করা হয়েছে। এর পাশাপাশি এবারের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্স, আলিম, ফাজিল, হাই-মাদ্রাসা, ICSE, ISC, CBSE এবং ভোকেশনাল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রীদেরও সম্মানিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী সকল শিক্ষক ও কৃতী শিক্ষার্থীদের আরেকবার আন্তরিক অভিনন্দন জানান।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top