শিক্ষক নিয়োগে বড় আপডেট, সেপ্টেম্বরেই লিখিত পরীক্ষা, নভেম্বর থেকে কাউন্সেলিং

শিক্ষক নিয়োগে বড় আপডেট, সেপ্টেম্বরেই লিখিত পরীক্ষা, নভেম্বর থেকে কাউন্সেলিং

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘোষণা করল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (SSC)। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে কমিশন, এবং বৃহস্পতিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিখিত পরীক্ষার দিন নির্ধারিত হয়েছে।

নবম ও দশম শ্রেণির জন্য লিখিত পরীক্ষা হবে আগামী ৭ সেপ্টেম্বর এবং একাদশ-দ্বাদশের জন্য ১৪ সেপ্টেম্বর। দুই দিনই পরীক্ষা শুরু হবে দুপুর ১২টা থেকে এবং চলবে দেড় ঘণ্টা। দৃষ্টিশক্তিহীন পরীক্ষার্থীরা অতিরিক্ত ২০ মিনিট সময় পাবেন। পরীক্ষার অন্যান্য নির্দেশিকা SSC শীঘ্রই প্রকাশ করবে।

প্রসঙ্গত, ২০১৬ সালের প্যানেলভিত্তিক নিয়োগ বাতিল করে ৩ এপ্রিল সুপ্রিম কোর্ট প্রায় ২৬ হাজার পদে শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিয়োগ অবৈধ ঘোষণা করে। এরপর ৩০ মে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে SSC এবং ১৬ জুন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়, যা পরে বাড়িয়ে ২১ জুলাই পর্যন্ত করা হয়।

SSC জানিয়েছে, নির্ধারিত তারিখে পরীক্ষা সম্পন্ন হলে অক্টোবরের চতুর্থ সপ্তাহে ফল প্রকাশ করা হবে। পাশাপাশি, নভেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হতে পারে কাউন্সেলিং।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top