কলকাতা – শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআইয়ের মামলার শুনানি শেষ হয়েছে। তবে রায়দান আপাতত স্থগিত রাখা হয়েছে। আদালত থেকে জামিন মিললেই প্রেসিডেন্সি জেল থেকে মুক্ত হতে পারবেন তিনি। এর আগে ইডির দায়ের করা মামলায় জামিন পেলেও সিবিআই মামলার কারণে এখনও মুক্তি মেলেনি।
২০২২ সালে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তল্লাশিতে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে। সেই ঘটনার পর প্রথমে অর্পিতা এবং পরে পার্থকে গ্রেপ্তার করে ইডি। এরপর সিবিআই তদন্ত শুরু হলে পার্থ চট্টোপাধ্যায়কে ‘শোন অ্যারেস্ট’ দেখানো হয়। সেই থেকে টানা তিন বছর ধরে তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি আছেন।
জেলজীবনের মধ্যে বারবার অসুস্থতার কথা বলে জামিনের আবেদন জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সম্প্রতি ইডির মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলায় রায় না হওয়ায় তিনি মুক্তি পাননি। সোমবার বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গল বেঞ্চে মামলার শুনানি শেষ হয়েছে। রায় ঘোষণা না হওয়ায় এখন সকলের নজর কবে আদালত রায় দেবে তার দিকে।
পুজোর আগে কি সত্যিই জেল থেকে বেরিয়ে আসতে পারবেন পার্থ চট্টোপাধ্যায়? সেই প্রশ্ন ঘিরে জল্পনা তৈরি হয়েছে। তাঁর অনুরাগী ও আইনজীবীদের দাবি, জেলমুক্তি এখন শুধু সময়ের অপেক্ষা।



















