শিক্ষক নিয়োগের পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে সফল করতে প্রশাসনিক বৈঠক। সমগ্র রাজ্য জুরে আগামী ১১ই ডিসেম্বর হতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরিক্ষা। ফলে আসন্ন টেট পরিক্ষা সমগ্র উত্তর দিনাজপুর জেলার পাশাপাশি ইটাহার ব্লকে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে ব্লকের বিভিন্ন স্কুল ও কলেজ কর্তৃপক্ষদের নিয়ে প্রশাসনিক বৈঠক করা হল বৃহস্পতিবার।
এদিন ইটাহার বিডিও অফিস প্রাঙ্গণের সভাকক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। জানাযায়, বিগত দিনে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষা ও নিয়োগের ক্ষেত্রে প্রশ্ন ফাঁস, নিয়োগে অস্বচ্ছতা সহ একাধিক অভিযোগ উঠেছে রাজ্য ও জেলা শিক্ষা দপ্তরের বিরুদ্ধে। ফলে বারংবার প্রশ্ন চিহ্নের মুখে পড়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। ফলে এই বছর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষা স্বচ্ছতার সাথে এবং শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে বাড়তি সতর্কতা গ্রহন করেছে রাজ্য শিক্ষা দপ্তর।
ইতিমধ্যে আগামী ১১ই ডিসেম্বর আসন্ন টেট পরিক্ষার প্রাথমিক নির্দেশিকা এসে পৌচ্ছেছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন সহ জেলা শিক্ষা দপ্তরে। জানাযায়, উত্তর দিনাজপুর জেলায় টেট পরিক্ষার সেন্টার হয়েছে মোট ৭৫ টি এবং মোট পরিক্ষার্থী ত্রিশ হাজার তিনশ জন। তার মধ্যে ইটাহার ব্লকের পরিক্ষার সেন্টার ৬ টি এবং মোট পরিক্ষার্থী প্রায় দুই হাজার ছয়শো। মূলত, পরিক্ষা দিন পরিক্ষার্থীরা কোন কোন নির্দেশিকা মেনে সেন্টারে প্রবেশ করবেন এবং পরিক্ষা সেন্টারে কি কি নিয়ম মেনে পরিক্ষা পরিচালনা হবে, রাজ্য শিক্ষা দপ্তরের তরফে দেওয়া সেই সমস্ত নির্দেশিকা সম্পর্কে ইটাহার ব্লকের মোট ৬ স্কুল কর্তৃপক্ষদের অবগত করতে আজকের এই বিশেষ প্রশাসনিক বৈঠক বলে জানাযায়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ মহকুমার মহকুমাশাসক কিংশুক মাইতি, উত্তর দিনাজপুর জেলার ডিআই দুলাল সরকার, ইটাহারের বিডিও অমিত বিশ্বাস, আইসি মানবেন্দ্র নাথ সাহা, ইটাহার চক্র অবর বিদ্যালয় পরিদর্শক বিপ্লব বিশ্বাস, ইটাহার উত্তর চক্র অবর বিদ্যালয় পরিদর্শক অঙ্কিতা দাস সহ বিভিন্ন স্কুল সহ বিদ্যুৎ, স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা।