নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা ,৩রা সেপ্টেম্বর :সৌভিক বসুর প্রথম শিক্ষকতা শুরু ১৯৯৭ সালের ঘোজাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়, দ্বিতীয় ২০০১ সাল আখারপুর পশ্চিম পাড়া প্রাথমিক বিদ্যালয়, তৃতীয় ধল তিথা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, ৫ সেপ্টেম্বর শিক্ষক রত্ন পেতে চলেছেন সৌভিক বসু, চলতি মাসের ৫ তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হবে সৌভিক বসুর হাতে। সৌভিক বলেন এ পুরস্কার আমার নিজের কৃতিত্ব নয়, স্কুলের শিক্ষকদের ও আমি মনে করি এটা আমার একার কৃতিত্ব নয়। আজ আমার স্কুলের শিক্ষকদের ধন্যবাদ জানাই, আমার সাথে সহযোগিতা করার জন্য। ১৯৯৭ সালে আমি যখন চাকরি করি তখন থেকে আমার একটা প্রতিজ্ঞা ছিল, ছাত্রদের ভালো মানুষ করতে হবে, হয়তো কিছুটা করতে পেরেছি কিনা জানিনা তবে আমি আমার শিক্ষাগত যোগ্যতা আমি ছাত্র-ছাত্রীদের উপর কাজে লাগাই। আমি ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে, আমাকে সম্মান দেওয়ার জন্য, রাজ্যের প্রচুর প্রাথমিক স্কুল আছে প্রত্যেক ইস্কুলের প্রধান শিক্ষকদের কে বলব প্রত্যেকটা ছাত্র-ছাত্রীদের যেন নিজের সন্তান মনে করে এটাই আমার বলার। এই স্কুলের ছাত্র ছাত্রীর সংখ্যা ৩২৫ জন আর শিক্ষক ৬ জন।
শিক্ষক রত্ন পেতে চলেছেন সৌভিক বসু
শিক্ষক রত্ন পেতে চলেছেন সৌভিক বসু
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram