শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ডক্টরেট উপাধি পেলেন নবকুমার দাস । শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বিশিষ্ট জন নবকুমার দাসকে আমেরিকার একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, “থিম্ফোনি ইউনিভার্সিটি” ডক্টরেট উপাধিতে ভূষিত করল ।
জানা গেছে নবকুমার দাস ছাড়াও কেন ভারত থেকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য আরো ৭৪ জন বিশিষ্ট জনকে ডক্টরেট উপাধিতে ভূষিত করে । পাশাপাশি নবকুমার দাস সহ মোট তিনজন কে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য স্বর্ণপদক কে সম্মানিত করে “থিম্ফোনি ইউনিভার্সিটি”। জানা গেছে গত ৯ জানুয়ারি একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিল্লিতে নবকুমার দাস এর হাতে এই পুরষ্কার ও সাম্মানিক ডক্টরেট উপাধি তুলে দেওয়া হয়। ষাটের দশক থেকে নবকুমার দাস দক্ষিণ দিনাজপুর জেলার শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য বিভিন্ন অবদান রেখে চলেছেন।
দক্ষিণ দিনাজপুর জেলায় বালুরঘাট শহরে তার উদ্যোগেই প্রথম বেসরকারি বিএড কলেজ তৈরি হয়। অতীতে বালুরঘাট দক্ষিন দিনাজপুর জেলার শিক্ষিত যুবক যুবতীরা বিএড করার জন্য বাইরের জেলায় যেত। কিন্তু নবকুমার দাস এর প্রতিষ্ঠিত বিএড কলেজ তৈরি হবার পর থেকেই বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলায় যুবক-যুবতীদের এই সমস্যা অনেকাংশে লাঘব হয়।
আর ও পড়ুন পাথর প্রতিমার বিধায়ক বহুমুখী ঝড় কেন্দ্রের উদ্বোধন করলেন
এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে অসংখ্য বিএড রয়েছে কিন্তু বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলার শিক্ষিত যুবক যুবতীদের কথা মাথায় রেখে প্রথম বিএড কলেজ তৈরীর কারিগর এই নবকুমার দাস। অতীতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বর্তমানে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা এই বিএড কলেজের মাধ্যমে অসংখ্য শিক্ষিত যুবক যুবতী শিক্ষক শিক্ষণ বিষয়ে পড়াশোনা লাভ করতে পারছে নবকুমার দাস এর হাত ধরেই তৈরি হওয়া এই বিএড কলেজ থেকে।
শুধু তাই নয় বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেমিনার সহ শিক্ষা মূলক অনুষ্ঠানে অংশ গ্রহণ করবার মাধ্যমে দক্ষিণ দিনাজপুর জেলার শিক্ষার গৌরবময় ঐতিহ্য কে এগিয়ে নিয়ে চলেছে নবকুমার দাস। সেই কারণেই শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য “থিম্ফোনি ইউনিভার্সিটি” পক্ষ থেকে সাম্মানিক ডক্টরেট উপাধি ও স্বর্ণ পদক দিয়ে সম্মানিত করা হলো নবকুমার দাস কে।