শিক্ষাব্যবস্থাকে উন্নত করার উদ্দেশ্যে জেলা সম্মেলনের আয়োজন

শিক্ষাব্যবস্থাকে উন্নত করার উদ্দেশ্যে জেলা সম্মেলনের আয়োজন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া, ২ ফেব্রুয়ারি, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির বাঁকুড়া জেলা শাখার উদ্যোগে বিষ্ণুপুর যদুভট্ট মঞ্চে অনুষ্ঠিত হল বাঁকুড়া জেলা শাখার ৪১ তম জেলা সম্মেলন। প্রাথমিক স্তরের শিক্ষাব্যবস্থাকে কিভাবে আরও উন্নত করা যায় তার পরিকল্পনা করার জন্যই এই জেলা সম্মেলনের আয়োজন করা হয়।

এদিনের অনুষ্ঠানের মূলত আলোচ্য বিষয় ছিল, প্রাথমিকের পাঠ্যবই শিশুদের উপযোগী করতে হবে একটি বইয়ে সব বিষয় না রেখে আলাদা আলাদা বই করতে হবে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পাঠ্যপুস্তকে বিদ্যাসাগর, মাতঙ্গিনীর জীবন ফিরিয়ে আনতে হবে।ইংরেজি বই পাঠক্রমকে সহজ সাধ্য করে শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য করতে হবে। সিলেবাস কমিটিতে শিক্ষক সংগঠনের প্রতিনিধিত্ব রাখতে হবে। প্রাথমিকে পুনরায় প্রথম শ্রেণী থেকে পাশ ও ফেল প্রথা চালু করতে হবে। প্রধান শিক্ষকের পদ খালি হওয়ার সাথে সাথে তা পূরণ করতে হবে। প্রতিটি বিদ্যালয়ে শ্রেণী শিক্ষক নিয়োগ করতে হবে। যে সমস্ত বিদ্যালয়ে পড়াশুনার অসুবিধা হচ্ছে সেই সমস্ত বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করতে হবে।কম ছাত্র-ছাত্রী বিশিষ্ট বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছাড়াও দুজন শিক্ষক কমপক্ষে রাখতে হবে। প্রতিটি বিদ্যালয়ে কম্পিউটার দিতে হবে এবং বিদ্যালয়ের শিক্ষকদের কম্পিউটার প্রশিক্ষণ দিতে হবে। এই ধরনের মোট ২৫ টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনুষ্ঠানে আলোচনা করা হয়। আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর পৌরসভার পৌরপিতা শ্যাম মুখার্জী, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র মন্ডল, বিষ্ণুপুর পঞ্চায়েত সমিতির সভাপতি অনিমা বাউরী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top