শিক্ষারত্ন পুরস্কার পেতে চলেছেন কাদিঘাট বেলবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ সরকার

শিক্ষারত্ন পুরস্কার পেতে চলেছেন কাদিঘাট বেলবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ সরকার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

শিক্ষারত্ন পুরস্কার পেতে চলেছেন কাদিঘাট বেলবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ সরকার, খুশির হাওয়া বিদ্যালয়ে। জানা গেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা পার্থ সরকার৷ স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে তিনি শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত।

 

এবং তার ধ্যান-সাধনা স্কুলকে ঘিরেই। ছাত্র গড়ার কারিগর কাদিঘাট বেলবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ সরকার তৈরী করেছেন একাধিক কৃতী ছাত্র, তার হাত ধরে বিদ্যালয়েরও উন্নয়ন হয়েছে বক্তব্য স্থানীয় বাসিন্দাদের। অবশেষে মিলল ভাল কাজের সরকারি স্বীকৃতি। জানা গেছে দিন কয়েকপূর্বে কলকাতা স্কুল অফ কমিশনারেট থেকে কাদিঘাট বেলবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ সরকার-এর কাছে মেইল আসে।

আরও পড়ুন – বাংলার দূর্গা পূজোর ইউনেস্কোর স্বীকৃতিকে সন্মান জানিয়ে শোভাযাত্রা শহর জলপাইগুড়িতে

মেইলে তাকে জানানো হয় তিনি শিক্ষারত্ন পুরস্কার পেতে চলেছেন। পাশাপাশি জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিস থেকেও তাকে জানানো হয় রাজ্য সরকার তাকে শিক্ষারত্ন পুরস্কার প্রদান করতে চলেছে। যে খবর চাউড় হতেই বিদ্যালয়ের ছাত্র-প্রাক্তনী থেকে শুরু করে শিক্ষকরা কার্যত উচ্ছ্বাস-আনন্দে মেতে উঠেন। স্কুলের প্রধান শিক্ষক পার্থ সরকার-এর শিক্ষারত্ন পেতে চলার খবর শুনে উচ্ছ্বসিত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক স্বপন কৃষ্ণ দাস বলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষা রত্ন পুরস্কার পাওয়ায় আমরা খুবই গর্বিত।

 

দীর্ঘদিনের প্রচেষ্টা সফল হয়েছে, আগামীদিনে কাদিঘাট বেলবাড়ি উচ্চ বিদ্যালয় আরও এগিয়ে যাবে এই আশা করি। অপরদিকে পার্থ সরকার-এর বক্তব্য তিনি এতদিনে তার কাজের সরকারি স্বীকৃতি পেতে চলেছেন। তিনি বলেন আমি বিদ্যালয়কে জেলার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে গড়ে তুলতে চাই, পরিকল্পনা আছে, পরিকল্পনা মাফিক এগোব, সেই পরিকল্পনা রুপায়নে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগীতা প্রার্থনা করছি৷

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top