দিল্লি – দেশজুড়ে শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় সুপ্রিম কোর্ট কঠোর পদক্ষেপ নিয়েছে। আদালত দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ১৫ দফা নির্দেশিকা জারি করেছে, যা স্কুল, কলেজ থেকে শুরু করে বেসরকারি কোচিং সেন্টার পর্যন্ত সকলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। নির্দেশিকায় মানসিক স্বাস্থ্য সুরক্ষা, কাউন্সেলিং এবং অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থাকে বাধ্যতামূলক করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (NCRB) পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে ভারতে ১৩,০৪৪ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে, যা ২০০০ সালের তুলনায় প্রায় তিনগুণ বেশি। অন্ধ্রপ্রদেশের এক নিট পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দিতে গিয়েই সুপ্রিম কোর্ট জানায় যে এই প্রবণতা একটি “সিস্টেমিক ব্যর্থতা”-র ইঙ্গিত দেয়।
বিচারপতি বিক্রমনাথ ও সন্দীপ মেহতার বেঞ্চ পর্যবেক্ষণ করেছে, তরুণ শিক্ষার্থীরা পড়াশোনার চাপ, সামাজিক চাপ, মানসিক অসুস্থতা এবং প্রতিষ্ঠানের উদাসীনতার কারণে প্রাণ হারাচ্ছে। তাই সংসদ বা রাজ্য বিধানসভা উপযুক্ত আইন না করা পর্যন্ত নির্দেশিকাগুলি কার্যকর থাকবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।




















