শিক্ষা ক্ষেত্রে কোটি কোটি টাকার দুর্নীতি,তবুও রাজ্য সরকারের কুম্ভকর্নের ঘুম ভাঙছে নাঃ ধরমেন্দ্র প্রধান। শিক্ষা ক্ষেত্রে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে,তবুও রাজ্য সরকারের কুম্ভকর্নের ঘুম ভাঙছে না। শুক্রবার সকালে দক্ষীনেশ্বরে ভবতারিণী মন্দিরে পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
এদিন তিনি রাজ্য সরকারের তীব্র সমলোচনা করে বলেন, পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যাবস্থা ঠিকঠাক চলছে না। বিগত কয়েক বছর ধরে এরাজ্যের চাকুরী পার্থীরা নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছে। দুর্নীতিতে যুক্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কোটি কোটি টাকার তছরুপের প্রমাণও পাওয়া গেছে। কলকাতা হাইকোর্ট এব্যাপারে রাজ্য সরকারকে ভৎর্সনাও করেছেন।
তা সত্ত্বেও রাজ্য সরকারের কুম্ভকর্ণের ঘুম ভাঙছে না। তার কথায়,এটা খুব চিন্তার বিষয় যে বড় বড় আমলা থেকে শুরু করে মন্ত্রীরা জেলে যাবার পরও আর কত সময় লাগবে চাকরি প্রার্থীদের ন্যায় বিচার দেবার জন্য ? এ বিষয়ে ব্যবস্থা নেবার কথা বলে গত আগস্ট মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি দিয়েছিলাম। কিন্তু সেই চিঠির উত্তর এখনো মেলেনি। কেন্দ্রীম শিক্ষা মন্ত্রীর দাবি,এ রাজ্যে শিক্ষা অভিযানে কেন্দ্রীয় সরকার টাকা পাঠায়। তাতেও বিপুল পরিমাণ দুর্নীতি নজরে আসছে।
আরও পড়ুন – চা ও ঘুঘনি মুড়ি বিতরণ করে কংগ্রেসের প্রতীকী প্রতিবাদ সামশেরগঞ্জে
এর বিরুদ্ধেও আমরা প্রমাণ একাট্টা করছি। রাজ্য সরকারকে তুলোধনা করে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী আরও বলেন,কেন্দ্রীয় সরকার রাজ্যের অঙ্গনওয়ারী কেন্দ্র, বিদ্যালয়, বিদ্যুৎ সংযোগ, পানিয় জল ও বিনামুল্যে চাল দেবার জন্যে টাকা পাঠায়। সেখানেও এই সরকার পার্টিবাজি ও দুর্নীতি করছে। এদিন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ছিলেন,কোলকাতা উত্তর শহড়তলি জেলার সভাপতি অরিজিৎ বক্সী ও অন্যান্য জেলা নেতৃত্বরা।