নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৪ ডিসেম্বর, বেহালা পশ্চিম কেন্দ্রের বিধায়ক এবং রাজ্য শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উদ্যোগে বেহালার পর্ণশ্রী পল্লী মাঠে সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রথমবার পালিত হল খেলনা উপহার উৎসব। আমন্ত্রিত ছিল বেহালার ৫৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ হাজার ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকরা।
এই অনুষ্ঠানটি সফল করতে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছিলেন বেহালা পশ্চিমের পুর প্রতিনিধিরা। অনুষ্ঠানে প্রত্যেক ছাত্র-ছাত্রীদের হাতে খেলনা উপহার তুলে দেন পার্থ চট্টোপাধ্যায় ও পুর প্রতিনিধিরা। পাশাপাশি সমস্ত ছাত্র-ছাত্রী দের জন্য ছিল খাদ্য ও পানীয়ের ব্যবস্থা। পার্থ চট্টোপাধ্যায় জানান এই খেলনা উৎসব এবার প্রথম বছর, এখন থেকে প্রতিবছরই পালিত হবে এই উৎসব।