শিখর ধাওয়ান-সোফিয়া সাইনের বাগদানের খবর প্রকাশ, ফেব্রুয়ারিতে দিল্লিতে হবে বিয়ে

শিখর ধাওয়ান-সোফিয়া সাইনের বাগদানের খবর প্রকাশ, ফেব্রুয়ারিতে দিল্লিতে হবে বিয়ে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিনোদন  – ভারতের ক্রিকেট তারকা শিখর ধাওয়ান আইরিশ প্রেমিকা সোফিয়া সাইনের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। সামাজিক মাধ্যমে নিজেদের ছবি ও খবর শেয়ার করে বাগদানের ঘোষণা দিয়েছেন শিখর ও সোফিয়া। শিখর লিখেছেন, “আজীবনের পথচলার সূচনা। একসঙ্গে হাসি থেকে একসঙ্গে স্বপ্ন দেখা। এত ভালোবাসা পেয়ে ধন্য। চিরকাল একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছি। সবার শুভেচ্ছা ও আশীর্বাদের জন্য কৃতজ্ঞ।”
মিডিয়ার সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে দিল্লিতে বিবাহ অনুষ্ঠান হবে। ইতিমধ্যেই জমকালো বিয়ের প্রস্তুতি শুরু হয়েছে, যা একেবারেই গোপনে সম্পন্ন করা হচ্ছে। ক্রিকেট ও বলিউডের অনেক নামকরা ব্যক্তিত্বের উপস্থিতি আশাব্যঞ্জক বলে মনে করা হচ্ছে।
শিখরের জীবনে নতুন ইনিংস শুরুর ইঙ্গিত মেলে ২০২৪ সালের শেষের দিকে। সোফিয়ার সঙ্গে ঘনিষ্ঠ মহলে দীর্ঘদিন ধরে সম্পর্ক বজায় আছে। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ভারতীয় দলের ম্যাচ দেখতে হাজির ছিলেন সোফিয়ার সঙ্গে। পরে একসঙ্গে ছবি দিয়ে সোফিয়াকে ‘মাই লাভ’ বলে সবাইকে স্বীকারও করেছেন।
সোফিয়া সাইনের পরিচয় অনুযায়ী, তিনি আয়ারল্যান্ডের নাগরিক ও পেশায় একজন কর্পোরেট প্রফেশনাল। মার্কেটিং ও ম্যানেজমেন্টে পড়াশোনা করেছেন লিমেরিক ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং ক্যাসলট্রয় কলেজ থেকে। বর্তমানে আবুধাবিতে নর্দার্ন ট্রাস্ট কর্পোরেশনে সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top