নিজস্ব সংবাদদাতা ১১অক্টোবর ২০২০: নবান্ন অভিযানে বলবিন্দর সিং নামের এক শিখ যুবকের পাগড়ি ‘খুলে নেওয়ার’ ঘটনায় ইতিমধ্যেই তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া।

প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং থেকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং—মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেছেন, এই ঘটনায় ব্যবস্থা বাংলার সরকার ব্যাবস্থা নিক। তবে রবিবার তা ভিন্ন মাত্রা পেয়ে গেল। শিখ সম্প্রদায়ের গুরুদ্বারাগুলির পরিচালন ও ব্যবস্থাপনার জন্য সর্বোচ্চ প্রতিষ্ঠান হল প্রবন্ধন কমিটি। পাগড়ি কাণ্ডে প্রতিবাদ জানাতে দিল্লির গুরুদ্বারা প্রবন্ধন কমিটির এক প্রতিনিধি দল কলকাতায় পৌঁছেছে। হাওড়া থানায় গিয়ে এই ঘটনায় বিহিত চেয়ে তদন্তের দাবি করতে চলেছেন তাঁরা।