দেশ – জুন মাস শেষ হয়ে যাওয়ার পরও এখনও পর্যন্ত পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ২০তম কিস্তির টাকা জমা পড়েনি কৃষকদের অ্যাকাউন্টে। অনেকেই আশা করছেন, জুলাই মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে হয়তো এই অর্থ পৌঁছে যাবে। বর্ষার মৌসুম শুরু হওয়ায় কৃষকদের এখন বীজ, সার ও কীটনাশক কেনার জন্য টাকার প্রয়োজন। এমন পরিস্থিতিতে দ্রুত এই কিস্তির টাকা না এলে বপনের কাজে সমস্যা হতে পারে।
সুবিধাভোগীদের তালিকায় নাম না থাকলে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে—ই-কেওয়াইসি আপডেট করা, ফর্মে ভুল খোঁজা এবং প্রয়োজনে সংশ্লিষ্ট আধিকারিক বা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার।
