শিঞ্জিনী চক্রবর্তী ফের নতুন ধারাবাহিকে

শিঞ্জিনী চক্রবর্তী ফের নতুন ধারাবাহিকে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – ছোটপর্দার নেগেটিভ চরিত্রের প্রিয় মুখ শিঞ্জিনী চক্রবর্তী এবার আবারও নতুন সিরিয়ালে নজর কেড়তে চলেছেন। লীনা গঙ্গোপাধ্যায়ের ‘জহুরির চোখ’-এ নেগেটিভ চরিত্রে দর্শককে মুগ্ধ করা শিঞ্জিনী ‘চিরসখা’ ধারাবাহিকে বর্ষার চরিত্রে একেবারে হিট হয়েছিলেন। এই চরিত্রের কুৎসিত আচরণ ও দুষ্টুমি যত বেশি, দর্শকের আগ্রহ ততই বেড়ে যায়।

শিঞ্জিনী অভিনয় শুরু করেছিলেন ‘অষ্টমী’ ধারাবাহিকে উমার চরিত্রে। ছোটপর্দায় পথ চলা শুরু করে আজ তিনি মানেই বর্ষা, দর্শকচাহিদা ও জনপ্রিয়তার শীর্ষে। যদিও পজিটিভ চরিত্রেও অভিনয় করেছেন, নেগেটিভ চরিত্রেই তিনি সবচেয়ে বেশি নজর কেড়েছেন।

এবার তিনি স্টার জলসার নতুন ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’-তে ঝিলের বড় দিদির চরিত্রে এন্ট্রি নিতে চলেছেন। আগের অভিনেত্রীর বদলে এবার শিঞ্জিনীকে দেখা যাবে। দর্শক দেখবেন, ‘চিরসখা’ এবং ‘ভোলে বাবা পার করেগা’-র দুই ভিন্ন চরিত্রে তিনি কতটা মন জয় করতে পারেন। তবে ‘চিরসখা’র বর্ষার চরিত্র শিঞ্জিনীর ক্যারিয়ারে রইল এক মাইলফলক।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top