নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা ,৪ ঠা সেপ্টেম্বর :১৭ই অগাষ্ট সংস্থার ৯ জনের অভিযাত্রী দল হিমাচল প্রদেশের “শিনকুন ইস্ট” পর্বতাভিযানে রওনা হয় কলকাতা থেকে। নেতৃত্ব দেন অভিজ্ঞ পর্বতারোহী পার্থ সারথী লায়েক। কিন্তু প্লানিং অনুযায়ী কোন কিছুই হয় নি। প্রকৃতি বিরূপ হলে মানুষের সব পরিকল্পনা অচল হয়ে পড়ে। ধ্বসে বিদ্ধস্ত মানালি পৌছতে বেগ পেতে হয়। ওদিকে রোটাং পাস বন্ধ থাকায় দেশী বিদেশী বহু দল মানালিতেই আভিযান স্থগিত করতে বাধ্য হয়। কিন্তু আরোহীর সদস্যরা হাল ছাড়ে নি। পরে রোটাং খুলতেই ওরা বেড়িয়ে পড়ে। লাহুল ও স্পিতি জেলার দারচাতে আবার আটকে পড়ে। বিকল্প ব্যাবস্থা করে কোনমতে চার কিলোমিটার আগে ওদের থামতে হয়। লাগাতার বৃষ্টি ও তুষারপাতের মধ্যে লড়াই চালিয়ে যায়। ইতিমধ্যে এক সদস্য হিল ডায়েরিয়ায় মানালিতে ফিরতে বাধ্য হয়। আবহাওয়ার অবনতিতে ওরা শংকিত হয়ে ক্যাম্প -১ ( ৫৫৫৫মি) থেকে সরাসরি শিখর যাত্রা করে গত ৩০ শে অগাষ্ট রাত বারোটার ঠিক পরে। সারারাত লড়াই চালিয়ে ৩০ শে অগাষ্ট সকাল ৮টা ৪৫ মিনিটে কঠিন বাধা পেরিয়ে ৬০৮০ মিটারের শিনকুন ইস্ট পর্বতে দেশের পতাকা মেলে ধরে ওরা ৬ জন। দলনেতার সাথে রুদ্র প্রসাদ চক্রবর্ত্তী, সৌমদীপ মন্ডল, শেখ ওমর ফারুক, পল্লব কয়াল ও শুভেন্দু মন্ডল সফল আরোহণ করে ঐ দিন বেস সুস্থ শরীরে ক্যাম্পে ফেরেন। আজ সকালে তারা শহরে ফিরলেন।