উত্তর 24 পরগণা – বাদুড়িয়ার মসলন্দপুর বসিরহাট রোডের শিমুলতলা এলাকায় সাধারণ মানুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। অভিযোগ, SIR-এর নামে ইলেকশন কমিশন সাধারণ মানুষকে বারবার হয়রানি করছে। ৯০০ ভোটারের মধ্যে ৪৭৫ জন ভোটারকে বারবার নোটিশ দেওয়া হচ্ছে।
স্থানীয়দের দাবি, সাধারণ খেটে খাওয়া মানুষদের রুজি-রুটির দায়ে কাজকর্ম করতে হয়। বারবার শুনানিতে অংশ নেওয়া তাদের জন্য অসম্ভব হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে প্রতিবাদ হিসেবে আজ গ্রামবাসীরা রাস্তা অবরোধ করেছেন।
ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। বাধ্য হয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বাদুড়িয়া থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা ও বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা চলছে।




















