শিয়রে বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বাজেট পেশে অনিশ্চয়তা, অন্তর্বর্তী বাজেট পিছিয়েছে

শিয়রে বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বাজেট পেশে অনিশ্চয়তা, অন্তর্বর্তী বাজেট পিছিয়েছে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – শিয়রে বিধানসভা নির্বাচনের আগে তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অন্তর্বর্তী বাজেট পেশের জন্য নির্ধারিত দিনক্ষণ অনিশ্চিত হয়ে পড়েছে। সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন কিছুটা পিছিয়ে যাওয়ায় ২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল অন্তর্বর্তী বাজেট অধিবেশন, কিন্তু তা পিছিয়ে গেছে। ফলে রাজ্য বাজেট কখন পেশ হবে, তা নিয়ে এখন জোর আলোচনা চলছে।
বিধানসভা সূত্রে জানা গেছে, পূর্বে ৩১ জানুয়ারি অধিবেশন শুরু এবং ২ ফেব্রুয়ারি বাজেট পেশ করার কথা ছিল। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও সেই সূচি জানিয়েছিলেন। কিন্তু নতুন পরিস্থিতিতে প্রশাসনিক সূত্রের খবর, অন্তর্বর্তী বাজেট সম্ভবত ৫ ফেব্রুয়ারি পেশ হবে। আগের সূচি অনুযায়ী অধিবেশন শেষ হওয়ার কথা ছিল ৫ ফেব্রুয়ারি, কিন্তু এখন তা ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলতে পারে বলে জানা গেছে।
সূত্রের ধারণা, বিলম্বের দুটি কারণ রয়েছে। প্রথমত, জানুয়ারি মাসের শেষ ও ফেব্রুয়ারি মাসের শুরুতে তৃণমূল কংগ্রেসের একাধিক বড় কর্মসূচি রয়েছে এবং ২৮ জানুয়ারি মুখ্যমন্ত্রী নয়াদিল্লি যাচ্ছেন। তাই দলীয় কর্মসূচি ও সাংগঠনিক ব্যস্ততার সঙ্গে অধিবেশনের সূচি মিলাতে বাজেট পেশ পিছিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, ভোট অন অ্যাকাউন্ট হিসেবে হলেও চার মাসের জন্য তৈরি এই বাজেটের হিসাব-নিকেশ সম্পূর্ণ করতে আরও সময় প্রয়োজন। বিধানসভা নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলে পুনরায় একটি পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে।
একই সঙ্গে, আগামী রবিবার ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ হবে। রাজ্য সরকার সেই বাজেটের বিষয়বস্তু দেখে রাজ্য বাজেটে প্রতিফলিত করার পরিকল্পনা করতে পারে। এই বাজেটেও বাংলার মানুষের জন্য নতুন প্রকল্প ও চমক থাকবে বলে ধারণা করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top