শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন অবরোধ!

শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন অবরোধ!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দক্ষিন 24 পরগণা – শিয়ালদহ দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর লাইনে বুধবার সকালে ট্রেন অবরোধের জেরে ব্যাপক বিশৃঙ্খলা। অফিস টাইমে একাধিক লোকাল ট্রেন আটকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। দক্ষিণ বারাসাত, জয়নগর ও বহুরু স্টেশনে বিক্ষোভকারী যাত্রীরা জেনারেল কামরার সংখ্যা কমানো এবং ট্রেনের ফ্রিকোয়েন্সি বাড়ানোর দাবি তুলেছেন।পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন সম্প্রতি ১২ বগির ট্রেনে মহিলা কামরার সংখ্যা ২ থেকে ৪-এ বাড়িয়েছে, ফলে জেনারেল কামরা কমে ৬-এ নেমেছে। এর জেরে অফিস টাইমে জেনারেল কামরায় অত্যধিক ভিড়ে যাত্রীরা নাজেহাল।



“মাত্র ৬টি কামরায় লক্ষাধিক যাত্রী কীভাবে চলবে? মহিলা কামরা ফাঁকা থাকলেও আমাদের দুর্ভোগ বাড়ছে,” বলছেন বিক্ষোভকারী যাত্রী রমেশ মন্ডল। রেল সূত্রে জানা গেছে, মহিলা কামরা বাড়ানোর সিদ্ধান্ত যাত্রী চাহিদার ভিত্তিতে নেওয়া হলেও, ব্যস্ত সময় ছাড়া এগুলো প্রায়শই ফাঁকা থাকে। এদিকে, ঘণ্টায় একটি ট্রেন চলায় যাত্রী চাপ আরও বেড়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলোচনা চলছে। তবে, অবরোধের জেরে সকাল থেকে ট্রেন চলাচল বিপর্যস্ত, কর্মস্থলে পৌঁছতে বিলম্ব হচ্ছে হাজারো যাত্রীর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top