শিয়ালদহ-রানাঘাট রুটে চলবে এসি লোকাল, জানাল রেল কত সুবিধা মিলবে যাত্রীদের

শিয়ালদহ-রানাঘাট রুটে চলবে এসি লোকাল, জানাল রেল কত সুবিধা মিলবে যাত্রীদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কলকাতা – আর কিছুদিনের মধ্যেই শিয়ালদহ ডিভিশনের শিয়ালদহ-রানাঘাট রুটে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত এসি লোকাল ট্রেন পরিষেবা। ইতিমধ্যেই রেল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই নতুন ট্রেন সম্পর্কিত সমস্ত তথ্য প্রকাশ করেছে। জানানো হয়েছে ট্রেনের গঠন, যাত্রী সুরক্ষা ব্যবস্থা এবং ভাড়ার নির্দিষ্ট কাঠামো। পূর্ব ভারতের ইতিহাসে এই প্রথম কোনও এসি লোকাল ট্রেন চালু হতে চলেছে, যা যাত্রীসুবিধা ও আরামের দিক থেকে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

রেলের বিবৃতি অনুযায়ী, এসি লোকাল ট্রেনটিতে থাকবে ১২টি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত কোচ। প্রতিটি কোচ স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি এবং একটির সঙ্গে অন্যটির মধ্যে সংযোগ থাকবে, ঠিক মেট্রোর মতোই এক কোচ থেকে আরেক কোচে সহজে যাতায়াত করা যাবে। এই লোকাল ঘণ্টায় সর্বাধিক ১১০ কিমি বেগে ছুটতে পারবে। যাত্রীদের জন্য থাকবে মোট ১১২৬টি আসন—প্রতিটি সারিতে তিনজন করে বসার ব্যবস্থা। পাশাপাশি পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে দাঁড়িয়ে যাতায়াত করার জন্যও। লাগেজ রাখার জন্যও শক্তপোক্ত র্যাক নির্মাণ করা হয়েছে।

নিরাপত্তার দিকেও নজর দিয়েছে রেল কর্তৃপক্ষ। প্রতিটি কোচেই থাকবে সিসিটিভি ক্যামেরা ও পাবলিক অ্যাড্রেস সিস্টেম। মেট্রোর আদলে প্রতিটি স্টেশনের নাম ও দিক আগেভাগে ঘোষণা করা হবে, এবং দরজাগুলি শুধুমাত্র প্ল্যাটফর্মের দিকেই খুলবে। প্রতিটি কোচে চারটি করে দরজা থাকবে, যা স্টেশন ছাড়ার আগে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

ভাড়ার ক্ষেত্রেও রেল বিশদ বিবরণ দিয়েছে। শিয়ালদহ থেকে দমদম পর্যন্ত যাত্রার ভাড়া ধার্য হয়েছে ৩৫ টাকা। বারাকপুর পর্যন্ত যেতে খরচ হবে ৬০ টাকা, নৈহাটি পর্যন্ত ৯০ টাকা এবং রানাঘাট পর্যন্ত একমুখী ভাড়া নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা। মাসিক, পাক্ষিক ও সাপ্তাহিক টিকিটের ব্যবস্থাও রাখা হয়েছে যাত্রীদের জন্য। উদাহরণস্বরূপ, শিয়ালদহ থেকে দমদম পর্যন্ত মাসিক ভাড়া ৬২০ টাকা, বারাকপুর পর্যন্ত ১২৭৫ টাকা, নৈহাটি পর্যন্ত ১৮১০ টাকা এবং রানাঘাট পর্যন্ত ২৪৩০ টাকা ধার্য করা হয়েছে।

ভারতীয় রেল এর আগেও মুম্বই ও চেন্নাইয়ে এসি লোকাল পরিষেবা চালু করেছে। পূর্বাঞ্চলে এই প্রথমবারের জন্য শুরু হতে চলেছে এই পরিষেবা, যা শিয়ালদহ ডিভিশনের জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। সূত্র অনুযায়ী, আগামী ১০ আগস্ট শিয়ালদহ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে এই এসি লোকাল ট্রেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top